পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের দারুণ জয়
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : যেন দুঃসময়ের মেঘ ফুঁড়ে এক চিলতে সোনা রোদের ঝলকানি। টানা হারের চক্রে থাকা বাংলাদেশের মেয়েরা অবশেষে ছিঁড়তে পেরেছে বলয়। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে হারিয়ে দিয়েছে পাকিস্তানকে।
মালেশিয়ায় মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
কুয়ালালামপুরে ৪ জুন ২০১৮ (সোমবার) পাকিস্তানকে ৯৫ রানে আটকে রেখে বাংলাদেশ জিতে যায় ১৩ বল বাকি রেখে। আগের দিন শ্রীলঙ্কার বিপক্ষে ৬৪ রান গুটিয়ে গিয়ে ম্যাচ হেরেছিল বাংলাদেশ।
বাংলাদেশের জয়ের পথ গড়ে দিয়েছে বোলারদের নিয়ন্ত্রিত বোলিং। শুরু থেকে কখনোই গতি পায়নি পাকিস্তাানের ইনিংস। উইকেটও পড়েছে নিয়মিত। ৫৭ রানে তারা যখন ৫ উইকেট হারায়, ইনিংসের তখন ১৪তম ওভার!
২৩ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার নাহিদা আক্তার। আগের দিন ১৩ রানে ৩ উইকেট নেওয়া খাদিজা তুল কবরা এদিন উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৩ রান। ১৮ রানে একটি উইকেট ফাহিমা খাতুনের।