মিতু হত্যার দুই বছরেও শনাক্ত হয়নি পরিকল্পনাকারী
মোস্তাফিজুর রহমান সুমন, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা বহুল আলোচিত সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার দুই বছর পূর্ণ হচ্ছে ৫ জুন ২০১৮ (মঙ্গলবার)। ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মিতুকে। ঘটনার দুই বছর পেরোতে গেলেও এই আলোচিত হত্যাকান্ডর কোনো সুরাহা করতে পারেনি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বলছেন, শিগগিরই দেয়া হবে চার্জশিট।
মিতু হত্যায় জড়িত দাবি করে ঘটনার পরের এক মাসে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে সাত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে দুজন পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। যাকে হত্যাকান্ডর ‘মূল আসামি’ বলছে পুলিশ, সেই কামরুল ইসলাম শিকদার ওরফে মুছা শিকদার এবং ‘হত্যাকান্ডে সরাসরি অংশ নেয়া’ কালুর হদিস গত দুই বছরেও মেলেনি।
যদিও মুছার পরিবার জানিয়েছিল- মিতুর হত্যাকান্ডের ঘটনার কয়েকদিন পর পুলিশ পরিচয়ে মুছাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
তবে এ হত্যাকান্ডে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার ‘নির্দোষ’ শাহ জামান ওরফে রবিন (২৭) দেড় বছর জেলের ঘানি টানার পর গত তিনমাস আগে জামিনে বের হয়েছেন। এ ছাড়া মিতুকে তার স্কুলপড়ুয়া ছেলের সামনে কার পরিকল্পনায় এবং কেন হত্যা করা হয়েছিল, সেই প্রশ্নের উত্তর দু’বছর তদন্তের পরও দিতে পারেনি পুলিশ।