বিমান বাহিনীর নতুন প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি দিয়ে বিমান বাহিনী প্রধান নিয়োগ দিয়েছে সরকার।

এতদিন অ্যাসিস্টেন্ট চিফ অব এয়ার স্টাফের (অ্যাডমিন) দায়িত্ব পালন করে আসা মাসিহুজ্জামান বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার দায়িত্বে থাকা এ বাহিনীর নেতৃত্ব পাচ্ছেন আগামী তিন বছরের জন্য। তার এই নিয়োগ আগামী ১২ জুন থেকে কার্যকর হবে বলে ৫ জুন ২০১৮ (সোমবার) এক আদেশে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিমান বাহিনীর প্রধান পদে মাসিহুজ্জামান এয়ার চিফ মার্শাল আবু এসরারের স্থলাভিষিক্ত হচ্ছেন। চাকরির মেয়াদ শেষ হওয়ায় আগামী ১২ জুন অবসরে যাবেন আবু এসরার।

বিমান বাহিনীর প্রধান পদে এয়ার চিফ মার্শাল আবু এসরারের মেয়াদ পূর্ণ হওয়ায় আগামী ১২ জুন থেকে তাকে এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করে অবসর পাঠানোর বিষয়ে ৫ জুন (সোমবার) আলাদা আদেশ জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সশস্ত্র বাহিনীর কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই বছর আগে করা নতুন বেতন কাঠামো অনুযায়ী সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানরা মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবের সমান, অর্থাৎ মাসে ৮৬ হাজার টাকা বেতন (মূল) পান। সেই সঙ্গে সশস্ত্র বাহিনীর জন্য প্রযোজ্য বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা পান তারা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ