ট্রম্পি-কিম বৈঠক ১২ জুন, থাকবেন সিঙ্গাপুরের স্বর্ণখচিত হোটেল কক্ষে
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ঐতিহাসিক সম্মেলনের সব ব্যস্ত কর্মযজ্ঞ পরিচালিত হবে সিঙ্গাপুরের তিনটি হোটেলে।
১২ জুনের ওই সম্মেলনের আগে ৬ জুন ২০১৮ (বুধবার) হোয়াইট হাউসের এক বিবৃতিতে সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের বিলাসবহুল ক্যাপেল্টা হোটেলে এ দুই প্রেসিডেন্ট মিলিত হবেন বলে নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি সিঙ্গাপুর সরকার অবকাশযাপন দ্বীপ হিসেবে পরিচিত সেন্তোসাকে দ্বীপকে ‘স্পেশাল ইভেন্ট এরিয়া’ হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।
এদিকে, সিঙ্গাপুওে পৌঁছানোর পর অর্কার্ড রোডের শাংগ্রি-লা হোটেলে ট্রাম্প এবং সেন্ট রেজিস হোটেলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অবস্থান করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।