সিটি নির্বাচন সুষ্ঠু না হলে মাশুল দেবে জাতি : সুজন

আনোয়ার আজমী, এবিসিনিউজবিডি,
ঢাকা : নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকার কারণে খুলনা সিটি করপোরেশন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছিল বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, ‘খুলনার ধারাবাহিকতায় এবার রাজশাহী ও অন্য সিটি করপোরেশনগুলোর নির্বাচন সুষ্ঠু না হলে পুরো জাতিকে তার মাশুল দিতে হবে এবং এর দায়ও চাপবে ইসির ওপর।’

৮ জুন ২০১৮ (শুক্রবার) বিকালে রাজশাহী নগরীর এক রেঁস্তোরায় এক পরিকল্পনা সভায় তিনি একথা বলেন। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন উপলক্ষে এ সভা আয়োজন করে সুজনের রাজশাহী জেলা এবং মহানগর কমিটি।

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে নির্বাচন কমিশনের আত্মবিশ্বাস না থাকলে সেনা মোতায়েনের দরকার রয়েছে মন্তব্য করে বদিউল আলম মজুমদার বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনী ইসির অধীনে দায়িত্ব পালন করার কথা। কিন্তু ইসি তাদের ক্ষমতা প্রয়োগ করেনি। বরং তারা এমন কিছু করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খুলনা সিটি করপোরেশনের হলফনামা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তারা সুষ্ঠু তদন্ত না করেই অভিযোগের মুখোমুখি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইসি যদি প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে রাখে, তাহলে সেনা মোতায়েন ছাড়াও নির্বাচন হতে পারে। কিন্তু তাদের মনে যদি আত্মবিশ্বাসের অভাব থাকে, তবে অবশ্যই সেনা মোতায়েন হওয়া দরকার। ইসিকেই সেই সিদ্ধান্ত নিতে হবে। আমি আশা করবো, রাসিক নির্বাচনে তারা নিরপেক্ষতা, দায়িত্বশীলতার সঙ্গে এবং পক্ষপাত না করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে।’

বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা পক্ষপাত দুষ্ট হলে অনেক দিন আগেই নিশ্চিহ্ন হয়ে যেতাম। আমারা সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের পক্ষে। সত্য বলার কারণে আমাদের কথা ক্ষমতাসীনদের বিরুদ্ধে যায়। আমরা নিরপেক্ষভাবে আমাদের ভূমিকা পালন করবো। ভিন্ন রাজনৈতিক চিন্তা, মতাদর্শ থাকবে। সে ক্ষেত্রে কারও স্বাধীনতা বা স্বকীয়তা যাতে বিনষ্ট না হয়, সাধ্যমতো সে চেষ্টাও করবো।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ