বাজেট নির্বাচনী কিন্তু গরিব মারার নয় : অর্থমন্ত্রী
আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘অবশ্যই এটি নির্বাচনী বাজেট, কিন্তু এটি গরিব মারার বাজেট না। তেলা মাথায় তেল দেয়ার বাজেট না।’ ৮ জুন ২০১৮ (শুক্রবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরেক প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘আমার সব বাজেটই রাজনৈতিক। আমি একটি রাজনৈতিক দলের কর্মী। একটি গুরত্বপূর্ণ পদেও আছি। তাহলে আমার বাজেটতো রাজনৈতিকই হবে। সামনে নির্বাচন, এ জন্য রাজনৈতিক চিন্তা থেকে বাজেট দেয়া হয়েছে। এটা দোষের কিছু দেখছি না।’
মুহিত বলেন, বিদেশ থেকে আমরা যে ঋণ নেই, তার যথাযথ ব্যবহার হচ্ছে। আমরা বৈদেশিক ঋণ ঝুঁকিতে নেই। যেসব সেক্টরে এই ঋণের অর্থ ব্যবহার করা হচ্ছে, তা থেকে রিটার্ন আসবে। ফলে এটি প্রবৃদ্ধিতে যুক্ত হবে।