চট্টগ্রামে সাংবাদিক লাঞ্ছিত, দুই ট্রাফিক পুলিশ বরখাস্ত

চট্টগ্রাম অফিস, এবিসিনিউজবিডি : চট্টগ্রামে বেসরকারি টেলিভিশন নিউজটোয়েন্টিফোরের ক্যামেরাম্যানসহ এক স্টাফ রিপোর্টারকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত সার্জেন্ট মশিউর রহমান ও তার সহকর্মী সাখাওয়াত হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

৮ জুন ২০১৮ (শুক্রবার) রাত সাড়ে ৮টার দিকে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান এ তথ্য নিশ্চিত করেন।
কুসুম দেওয়ান জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এ কমিটির রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৮ জুন সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়ে সার্জেন্ট মো. মশিউর রহমান ও তার সহযোগীরা নিউজটোয়েন্টিফোরের ক্যামেরা পারসন আহাদুল ইসলাম বাবুকে লাঞ্ছিত করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় তাকে রক্ষা করতে গিয়ে ট্রফিক পুলিশের কর্মকর্তাদের মারধরের শিকার হন ওই চ্যানেলে স্টাফ রির্পোটার নয়ন বড়ুয়া জয়।

নয়ন বড়ুয়া এবিসিনিউজবিডিকে বলেন, ‘আগ্রাবাদ বাদামতলী মোড়ে সার্জেন্ট মো. মশিউর রহমান হঠাৎ এসে আমাদের গাড়ির চালককে নামিয়ে মারধর শুরু করেন। এসময় ক্যামেরা বের করায় আহাদুল ইসলাম বাবুকেও বেদম মারধর ও গালিগালাজ করা হয়। আমি তাদের বাঁচাতে গেলে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. মশিউর রহমান ও সাখাওয়াত এবং তাদের সহযোগীরা আমাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।’

এদিকে, এ ঘটনার খবর শুনে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি মোস্তাক আহমেদ ও রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম-মহাসচিব তপন চক্রবর্তীসহ সাংবাদিক নেতারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাদের দাবির মুখে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত দুই ট্রাফিক পুলিশকে বরখাস্ত করে কর্তৃপক্ষ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ