প্রধানমন্ত্রী আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন

hasina pressconferance শেখ হাসিনাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আগামীকাল শনিবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। প্রায় ৯০ হাজার হজযাত্রী এবার হজে অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে আজ রাজধানীর আশকোনায় হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিমান ও পর্যটন মন্ত্রনালয় সূত্রে জানা যায়, প্রায় ৯০ হাজার হজযাত্রী এবার হজে অংশ নেবেন। এই হজযাত্রীদের পরিবহনে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট আজ (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হবে। আর ফিরতি ফ্লাইট শুরু হবে অক্টোবর থেকে। হজযাত্রীদের পরিবহনে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট শুরু হবে ৮ সেপ্টেম্বর থেকে। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ২১ অক্টোবর থেকে।
মন্ত্রনালয় সুত্র জানায়, প্রত্যেক হজযাত্রী দু’টি ব্যাগে মোট ৪৬ কেজি মালামাল বহন করতে পারবেন। এবারের হজে সাধারণ প্যাকেজের সঙ্গে সংক্ষিপ্ত প্যাকেজ রয়েছে। সংক্ষিপ্ত প্যাকেজটি ১৮ দিনের। এই প্যাকেজ ধরা হয়েছে ২ হাজার ৫০০ ডলার। আর সাধারণ প্যাকেজের জন্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৭৫ ডলার। এবার ঢাকার ছাড়া চট্টগ্রাম ও সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট জেদ্দায় গিয়ে পৌঁছুবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ