অভিযান চালাতে এসে ধরা খেলেন ৩ ভুয়া ম্যাজিস্ট্রেট
জেলা প্রতিনিধি (মাগুরা), এবিসিনিউজবিডি : মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর বাজার থেকে শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট পরিচয় দেয়া ৩ প্রতারককে আটক করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রতারক চক্রের অন্য ২ সদস্য পালিয়ে যায়।
আটকরা হলেন- কামাল উদ্দিন (৩৫), সেলিম রেজা টুকু (৪৮) এবং নাজমুল হাসান (৩০)।
হরেকৃষ্ণপুর বাজারের মিষ্টি ব্যবসায়ী কামরুল হাসান জানান, দুপুরে নিজ বাড়িতে মিষ্টি তৈরি করছিলেন তিনি। দুপুর ২টার দিকে মাইক্রোবাস নিয়ে ৬ সদস্যের একটি দল তার বাড়িতে উপস্থিত হয়ে নিজেদেরকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেন। ওই চক্রের সদস্যরা নিম্ন মানের ভেজাল মিষ্টি তৈরির অপরাধে তাকে প্রথমে ২ লাখ টাকা পরে ৪০ হাজার টাকা তাতেও অপারগতা প্রকাশ করলে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করেন।
বিষয়টি আশপাশে জানাজানি হলে তাদের কার্যকলাপ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় স্থানীয়রা মহম্মদপুর থানায় ফোন করে বিষয়টি জানান। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে তাদের চ্যালেঞ্জ করলে প্রতারক চক্রের ২ সদস্য পালিয়ে যায়।
মহম্মদপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম এবিসিনিউজবিডিকে জানান, ঘটনার সঙ্গে জড়িত আরও ২ জনকে আটকের চেষ্টা চলছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।