রাজপথে তীব্র হচ্ছে এমপিওভুক্তির আন্দোলন
আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : এমপিভুক্তির দাবিতে শিক্ষকদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। দাবি আদায়ে আজ (সোমবার) থেকে লাগাতর অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার। জাতীয় প্রেস ক্লাবের মূল সড়কের বিপরীত পাশে তাদের এ কর্মসূচি পালিত হচ্ছে।
নন এমপিও শিক্ষক-কর্মচারী সংগঠনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার জাগো নিউজকে বলেন, আমরা ১৮ থেকে ২০ বছর ধরে বিনা বেতনে শিক্ষাকতা করছি। আমাদের বেতন-ভাতা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে বারবার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। সম্প্রতি প্রধানমন্ত্রী আমাদের মুখের দিকে তাকিয়ে এমপিওভুক্তির ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না।
তিনি বলেন, আমরা ভেবেছিলাম ঈদের আগেই সরকারের পক্ষ থেকে জোরালো কোনো আশ্বাস নিয়ে শিক্ষক-কর্মচারীরা বাড়ি ফিরে যাবে। কিন্ত সেটি না হওয়ায় আমাদের এ আন্দোলন তীব্রতর করে তোলা হবে। রমজান ও ঈদের জন্য আমাদের আন্দোলন কর্মসূচি অর্ধদিবস পালিত হলেও ১৮ জুন ২০১৮ (সোমবার) সকাল থেকে লাগাতর অবস্থান কর্মসূচি পালিত হবে। বিভিন্ন জেলা থেকে শিক্ষক-কর্মচারীরা ঢাকামূখী হচ্ছেন। সবার উপস্থিতিতে এ আন্দোলন জোরালো করে তোলা হবে। এ সময় তিনি দাবি আদায় ছাড়া বাড়ি ফিরে যাবেন না বলেও ঘোষণা দেন।
এদিকে, ১৮ জুন সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের বিপরীত পাশের মূল সড়কের সামনে অবস্থান নিয়ে এমপিভুক্তির দাবিতে কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। বিভিন্ন জেলা থেকে আসা প্রায় সহস্রাধিক ভুক্তভোগী খোলা আকাশের নিচে এ আন্দোলনে যোগ দিয়েছেন।