অস্ট্রেলিয়ায় গ্রেফতার নওরোজের স্ত্রী ঢাকায় কারাবন্দি

মোস্তাফিজুর রহমান সুমন, এবিসিনিউজবিডি,
ঢাকা : জঙ্গি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে অস্ট্রেলিয়ার সিডনিতে গ্রেফতার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত নওরোজ আমিনের স্ত্রী সাদিয়া আমিন ঢাকায় কারাবন্দি। গত বছরের ২ অক্টোবর রাজধানী ঢাকার চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। স্বামী নওরোজের হাত ধরে জঙ্গিবাদে জড়িয়ে পড়া সাদিয়া বাংলাদেশে সারোয়ার-তামিম গ্রুপের আদ্-দার-ই-কুতনি বিভাগের সদস্য বলে জানিয়েছে র‌্যাব। সারোয়ার-তামিম গ্রুপকে বাংলাদেশে আইএস মতাদর্শের অনুসারী নব্য জেএমবি বলেও ডাকা হয়।

ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একজন কর্মকর্তা বলছেন, নওরোজ আমিন গ্রেফতার হওয়ার পর অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা নওরোজের বাংলাদেশ কানেকশনের বিষয়ে খোঁজ-খবর করছে। সিটিটিসির উপ-কমিশনার মহিবুল ইসলাম খান বলেন, ‘অস্ট্রেলিয়ান পুলিশ আমাদের বিষয়টি জানিয়েছে। আমরা তার এদেশের কার্যক্রমের বিষয়গুলো খতিয়ে দেখছি।’

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ বলছে, তারা নিউ সাউথওয়ালেস পুলিশের জয়েন্ট কাউন্টার টেরোরিজম ইউনিটের সঙ্গে যৌথ অপারেশনে গত ১৬ জুন সিডনির ইংলেবার্ন এলাকা থেকে ২৬ বছর বয়সী নওরোজ আমিনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের ষড়যন্ত্রসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে।

ঢাকার আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো বলছে, গত বছরের ২ অক্টোবর র‌্যাব চকবাজার এলাকা থেকে সাদিয়া আমিন নামে এক তরুণীকে গ্রেফতার করে, যে অস্ট্রেলিয়ায় গ্রেফতার হওয়া নওরোজ আমিনের স্ত্রী। নাদিয়াকে গ্রেফতারের পর র‌্যাব-৩-এর কর্মকর্তারা বলেছিলেন, গত বছরের ২১ সেপ্টেম্বর ঢাকার খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকা থেকে জেএমবির ‘সারোয়ার-তামিম গ্রুপ’-এর ‘ব্রিগেড আদ্-দার-ই-কুতনি’র কমান্ডার ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিব্রিল নামে এক তরুণকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৩-এর কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, ‘‘ইমাম মাহাদী হাসানের দেওয়া তথ্য মতে, গত বছরের ২ অক্টোবর বিকেলে রাজধানীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ‘ব্রিগেড আদ্-দার-ই-কুতনি’র সক্রিয় সদস্য সাদিয়া আমিনকে গ্রেফতার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদিয়া ওই সময় জানিয়েছে, ২০১৪ সালের নভেম্বর মাসে অস্ট্রেলিয়া প্রবাসী আবু আতার ওরফে নওরোজ রাইয়্যাত আমিনের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের পর ২০১৪ ও ২০১৫ সালে নওরোজ আমিন দুই দফায় ৬ মাস বাংলাদেশে অবস্থান করে।’’

লালবাগের স্থানীয় সূত্রগুলো বলছে, সাদিয়া আমিনের বাসার ঠিকানা ৯/১০ চকবাজার। খাজা টাওয়ার নামে একটি বহুতল ভবনের চতুর্থ তলায় পরিবারের সঙ্গে থাকতো সে। সাদিয়া ২০১৫ সালে ইংলিশ মিডিয়াম স্কুল ম্যাপললিফ থেকে ‘ও লেভেল’ সম্পন্ন করার পর পুরান ঢাকার একটি কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষিকতা করতো।

র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান এবিসিনিউবিডিকে বলেন, ‘নওরোজ তার স্ত্রী সাদিয়া আমিনকে জঙ্গিবাদী মতাদর্শে উদ্বুদ্ধ করে তোলে। অস্ট্রেলিয়া থেকে নওরোজ স্ত্রী সাদিয়ার মাধ্যমে ইমাম মাহাদী হাসানের সঙ্গে যোগাযোগ করতো।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ