ব্যাংক লুটেরাদের পক্ষ নিয়েছেন অর্থমন্ত্রী : ফিরোজ রশীদ

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : প্রস্তাবিত বাজেট নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কঠোর সমালোচনা করেছেন বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সদস্য কাজী ফিরোজ রশীদ। তাঁর দাবি, অর্থমন্ত্রী জনগণের পক্ষ না নিয়ে ব্যাংক লুটেরা ও মুষ্টিমেয় ধনিক শ্রেণির পক্ষ নিয়েছেন।

অন্যদিকে সরকারি দলের সদস্যরা বলেছেন, বাজেটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।

১৯ জুন ২০১৮ (মঙ্গলবার) ২০১৮-২০১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সাংসদেরা এসব কথা বলেন।

বিরোধী দলের সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, প্রস্তাবিত বাজেটে কোনো রাজনৈতিক দর্শন নেই। দর্শন না থাকলে তাকে বাজেট বলা যায় না। কী বাজেট দিয়েছেন? অর্থমন্ত্রীকে এমন প্রশ্ন রেখে জাপার এই সাংসদ বলেন, এই বাজেট আওয়ামী লীগের নীতি-আদর্শ ও দর্শনের সম্পূর্ণ বিরোধী।

কাজী ফিরোজ বলেন, ‘অর্থমন্ত্রী বিষ আর মধু একসঙ্গে মিশিয়ে দিয়েছেন। এ দেশের মানুষ একসঙ্গে বিষ আর মধু খায় না। মানুষ এত বোকা নয়।’

ব্যাংকে করপোরেট কর কমানোর প্রস্তাবের সমালোচনা করে কাজী ফিরোজ বলেন, ব্যাংক ডাকাতদের সুবিধা দেওয়া হবে, এটা মানা যায় না। করপোরেট কর আগের অবস্থায় রাখতে হবে। জনগণের করের টাকায় ব্যাংকের ভর্তুকি দেওয়া যাবে না।

অর্থমন্ত্রীর উদ্দেশে কাজী ফিরোজ বলেন, ‘বঙ্গবন্ধু কোনো দিন ২২ পরিবারের কাছে মাথানত করেননি। আপনি কেন ব্যাংক লুটেরাদের কাছে মাথানত করলেন?’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ