জার্মান তরুণীর ব্যাগ ছিনতাই, সাদা প্রাইভেট কার শনাক্ত
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : জার্মান তরুণীর ব্যাগ ছিনতাই হওয়ার ছয়দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে ব্যাগ উদ্ধারে একইসঙ্গে পুলিশের বিশেষ একাধিক ইউনিটসহ থানা পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। ইতিমধ্যে ওই সড়কের একাধিক সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজ দেখে একটি সাদা প্রাইভেট কার শনাক্ত করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৪ জুন) ভোরে সীমান্ত স্কয়ারের সামনে জার্মান তরুণী সুইন্ডে উইদারল্যান্ড ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তার ব্যাগটি থাবা দিয়ে নিয়ে যায়। ব্যাগে ল্যাপটপ, দুটি হার্ডডিস্ক, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল। বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তার তোলা ছবিগুলো দুটি হার্ডডিস্কে ছিল—যা তিনি জার্মানিতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেলেন। তার সব কাজের নিদর্শন ছিনতাই হয়ে যাওয়ায় তিনি হতাশা ব্যক্ত করেছেন।
এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি ছিনতাই মামলা করেন তিনি (মামলা নম্বর ১১, তারিখ ১৪ জুন ২০১৮) । ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) শুভঙ্কর রায় শুভ মামলাটির তদন্ত করছেন। থানা পুলিশের পাশাপাশি পুলিশের বেশ কয়েকটি বিশেষিত ইউনিট মামলাটি তদন্ত করছে। মামলায় তিনি উল্লেখ করেছেন, শংকর থেকে রিকশা যোগে এলিফ্যান্ট রোডে তার বাসায় যাচ্ছিলেন। এসময় তিনি ছিনতাইয়ের শিকার হন।
তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলেছেন,‘ছিনতাইকারীরা একটি প্রাইভেটকার ব্যবহার করেছে। এসময় জার্মান তরুণী রিকশায় ছিলেন। ওই তরুণী অভিযোগ করার পর অপরাধীদের গ্রেফতারে কাজ শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ তদন্ত করছে।’