অস্ট্রেলিয়াকে পিটিয়ে ইংল্যান্ডের বিশ্ব রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেইন বুঝতে পেরেছেন, ট্রেন্ট ব্রিজে টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠানোর ‘পেইন’টা কী! কী বলবেন—বোলারদের তুলাধোনা, কচুকাটা, নাকের জল চোখের জল এক করা? যা-ই বলুন, সেটাই আজ করেছেন ইংলিশ ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়ার বোলারদের পিটিয়ে ছাতু করে বিশ্ব রেকর্ড গড়েছে ইংল্যান্ড।

১৯ জুন ২০১৮ (মঙ্গলবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ৪৮১ করেছে ইংলিশরা, ওয়ানডেতে এটিই এখন সর্বোচ্চ স্কোর।

আগের রেকর্ডটাও ছিল ইংল্যান্ডের। সেটিও এই ট্রেন্ট ব্রিজে। ২০১৬ সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে ৪৪৪ করেছিল ইংল্যান্ড। সেটিও সিরিজের তৃতীয় ওয়ানডেতে। আজও তা-ই। নিজেদের রেকর্ড ভাঙল ইংলিশরা। আগের রেকর্ডে বড় অবদান ছিল অ্যালেক্স হেলসের। সেদিন ১৭১ রানের দুর্দান্ত ইনিংস এসেছিল ইংলিশ ওপেনারের ব্যাট থেকে। আজও তাঁর ব্যাট কথা বলল, হেলস অবশ্য থেমেছেন ১৪৭ রানে। তবে এর আগে বেয়ারস্টোর সঙ্গে দ্বিতীয় উইকেট ও মরগানের সঙ্গে চতুর্থ উইকেটে জুটিতে তাণ্ডব চালিয়েছেন হেলস।

অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ে যে ইংল্যান্ড ছেলেখেলা করবে, সেটি বোঝা গেছে জেসন রয়-বেয়ারস্টোর ওপেনিং জুটিতেই। তাঁদের উদ্বোধনী জুটি এনে দিয়েছে ১১৭ বলে ১৫৯ রানের উড়ন্ত সূচনা। রয় ৬১ বলে ৮২ করে ফিরলেও বেয়ারস্টো থেমেছেন ১৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে। ইংল্যান্ডের প্রথম দুই জুটি মিলে এসেছে ৩১০ রান, সেটিও ৩৪ ওভারে! ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো ৫০০ করা কঠিন ছিল না ইংল্যান্ডের! উইকেটে যে ততক্ষণে বারুদ ছোটাতে শুরু করেছেন এউইন মরগান। ইংলিশ অধিনায়ক ৩০ বলে করে গেছেন ৬৭ রান। মরগান-হেলসের চতুর্থ উইকেট জুটি ৭১ বলে যোগ করেছে ১২৪ রান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ