মিশরকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের পথে রাশিয়া

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : প্রথমার্ধে রাশিয়াকে ঠেকিয়ে রাখতে পারল মিশর। দ্বিতীয়ার্ধে উড়ে গেল সব প্রতিরোধ। দেনিস চেরিশেভ আর আর্তেম জুবার গোলে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়লো স্বাগতিকরা।

১৯ জুন ২০১৮ (মঙ্গলবার) বাংলাদেশের সময় রাত ১২ টায় সেন্ত পিতার্সবুর্গে ‘এ’ গ্রুপের ম্যাচে ৩-১ গোলে জিতেছে রাশিয়া। এই জয়ে দ্বিতীয় রাউন্ডের পথে আরেক ধাপ এগিয়ে গেছে স্তানিস্লাভ চেরচেসভের শিষ্যরা।

১৯৮২ আসরের পর বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিতল রাশিয়া। এই জয়ে ১৯৮৬ আসরের পর প্রথমবারের মতো গ্রুপ পর্ব পার হওয়ার আশা জাগালো দলটি। সৌদি আরবের কাছে উরুগুয়ে না হারলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে স্বাগতিকদের।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কাঁধে চোট পাওয়ার পর প্রথমবারের মতো খেলেন মোহামেদ সালাহ। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোলও করেন লিভারপুলের এই তারকা ফরোয়ার্ড। তবে টুর্নামেন্টে দলের দ্বিতীয় হার ঠেকাতে পারেননি তিনি।

উরুগুয়ের কাছে ১-০ ব্যবধানের হার দিয়ে বিশ্বকাপ শুরু করা মিশর এই টুর্নামেন্টে ৬ ম্যাচ ধরে জয়শূন্য।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ