জনপ্রিয়তা নিয়ে কাদের-মওদুদের পাল্টাপাল্টি বক্তব্য
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : নোয়াখালী-৫ আসনের জনপ্রিয়তা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চলছে। গত ১৭ জুন ২০১৮ (রোববার) নোয়াখালী-কুমিল্লায় ওবায়দুল কাদের বলেছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ নিজ নির্বাচনী এলাকায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় মওদুদ আহমেদ বলেছেন, সামান্যতম জনপ্রিয়তার নেই ওবায়দুল কাদেরের।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দল বিএনপির নেতারা মাঝে মধ্যেই যে কোনো ইস্যু নিয়ে বাহাস করেন। যে কোনো ইস্যু নিয়ে এক দলের নেতা বক্তব্য দিলে পরের দিন আরেক দল পাল্টা বক্তব্য দিয়ে তার জবাব দেয়। নোয়াখালী-৫ আসনের কার জনপ্রিয়তা বেশি এ নিয়ে হয়তো আরও কয়েকদিন পাল্টাপাল্টি বক্তব্য চলতে থাকবে।
গত রোববার নোয়াখালী-কুমিল্লা সড়কের পদুয়ার বাজার এলাকায় সড়ক মেরামত কাজের পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ নিজ নির্বাচনী এলাকায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।