নারী কর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পদ হারালেন ইনটেল সিইও

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা : ব্রায়ান ক্রেজনিকব্রায়ান ক্রেজনিকইনটেলের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা সহকর্মীদের সঙ্গে সম্পর্কে জড়াতে পারবেন না। বিশ্বের অন্যতম চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেলে এটাই নিয়ম। কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি মার্কিন এ প্রযুক্তি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান ক্রেজনিক।

অভ্যন্তরীণ এক তদন্তে ধরা পড়েছে এই প্রতিষ্ঠানের একজন নারী কর্মীর সম্মতিতে তাঁর সঙ্গে জড়িয়েছেন ব্রায়ান ক্রেজনিক। এ ঘটনার জের ধরে গতকাল বৃহস্পতিবার পদত্যাগ করেছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানের নীতিমালা ভঙ্গ করার বিষয়টি তদন্তে উঠে আসায় ক্রেজনিক পদ ছেড়েছেন।

ইনটেলের এক বিবৃতিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ তদন্তের পাশাপাশি বাইরের আইনজীবীরাও ক্রেজনিকের নীতিমালা ভাঙার প্রমাণ পান।

ক্রেজনিক পদত্যাগ করায় ইনটেলের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) রবার্ট সোয়ানকে প্রতিষ্ঠানটির অন্তর্র্বতীকালীন প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয়েছে।

ইনটেলের চেয়ারম্যান অ্যান্ডি ব্রায়ান্ট বলেছেন, সোয়ানের সক্ষমতার ওপর আমাদের আস্থা আছে। তত দিনে পরবর্তী সিইও খোঁজা হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ