খুলনার পর গাজীপুরে প্রশ্নবিদ্ধ নির্বাচন !

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : খুলনা সিটি করপোরেশনের (খুশিক) নির্বাচনের পর ২৬ জুন ২০১৮ মঙ্গলবার অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়ম আর জাল ভোটের অভিযোগ উঠেছে। বিএনপির এজেন্টদের বের করে দেওয়া, ব্যালট পেপার সিনিয়ে নেওয়াসহ কেন্দ্রে তালা ঝুলিয়ে ভেতরে জাল ভোট দেওয়ার অভিযোগ আনা হয়েছে ক্ষমতাসীনদের বিরুদ্ধে। বিএনপির সিনিয়র নেতারা বলেছেন, গতকাল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে যা হয়েছে তা ৫ জানুয়ারির নির্বাচনের আদলে হয়েছে। দলে পক্ষ থেকে দাবী করা হয়েছে, এ নির্বাচনে ভোটারদের প্রত্যাশার প্রতিফলন হয়নি। ভোট দিতে পারেননি প্রায় ৬০ ভাগ মানুষ।

তবে নির্বাচন কমিশন বিএনপির এসব অভিযোগ আমলে নেয়নি। এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত কমিশন ১১ লাখ ৩৭ হাজার ভোটারের এ সিটির ৪২৫টি ভোট কেন্দ্রের মধ্যে ২৪৬টি কেন্দ্রের ফল ঘোষণা করে। এতে নৌকা প্রতীকে জাহাঙ্গীর আলম পেয়েছেন ২ লাখ ১৭ হাজার ৪৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৬ ভোট। সরকার সমর্থিত নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলমকে বিজয়ী ঘোষনা ইসির সময়ের ব্যাপার মাত্র।

নির্বাচনে ভোটগ্রহন চলাকালীন সময়ে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ সিনিয়র নেতারা খুলনার পর একইভাবে গাজীপুরের নির্বাচনকে ভোটারবিহীন নির্বাচন উল্লেখ করে বলেছেন, এটা আর একটি কলংকিত নির্বাচন। যেখানে বিবেক বিব্রত। তারা অভিযোগ কওে আরো বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে যা হয়েছে তা ৫ জানুয়ারির নির্বাচনের আদলে হয়েছে। দলে পক্ষ থেকে দাবী করা হয়েছে, এ নির্বাচনে ভোটারদের প্রত্যাশার প্রতিফলন হয়নি। ভোট দিতে পারেননি প্রায় ৬০ ভাগ মানুষ।

১১ লাখ ৩৭ হাজার ভোটারের এ সিটির ৪২৫টি ভোট কেন্দ্রে মঙ্গলবার সকাল ৮টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এরপর কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় গণনা। যেসব কেন্দ্রের গণনা শেষ হচ্ছে, জেলা শহরের বঙ্গতাজ মিলনায়তনে বসে তা ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।

রাত ৩টা পর্যন্ত ২৪৬টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে বঙ্গতাজ মিলনায়তনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে।

তাতে নৌকা প্রতীকে জাহাঙ্গীর আলম পেয়েছেন ২ লাখ ১৭ হাজার ৪৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৬ ভোট। ৪২৫টি কেন্দ্রের মধ্যে নয়টি কেন্দ্রের ভোট স্থগিত হয়েছে অনিয়মের কারণে; ফলে বাকি ৪১৬টি কেন্দ্রের ফলাফল আসার কথা।

গাজীপুর সিটি করপোরেশনে ২০১৩ সালের নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছিলেন বিএনপি নেতা এম এ মান্নান। এবার দলীয় প্রতীকে অনুষ্ঠিত নির্বাচনে তাকে বাদে দিয়ে বিএনপি প্রার্থী করে প্রবীণ নেতা হাসান সরকারকে।

অন্যদিকে গতবার প্রার্থী হতে চেয়েও দলের সমর্থন না পাওয়া সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর এবার দলীয় মনোনয়ন বাগিয়ে নেন। নির্বাচন কমিশন দাবি করেছে, ৪১৬টি কেন্দ্রে ‘কোনো ধরনের অনিয়ম ছাড়াই সুষ্ঠু ও নিরপেক্ষ’ নির্বাচন হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ