ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ে আসছেন

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছেন। সন্ত্রাস দমনে দুই দেশের মধ্যে সহযোগিতা এবং তরুণদের উগ্রবাদে ঝোঁকা মোকাবিলার পন্থা খুঁজে বের করার বিষয়টি তাঁর সফরে আলোচ্যসূচির শীর্ষে থাকবে। ২৭ জুন ২০১৮ বুধবার পররাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্রে এসব তথ্য জানা গেছে।

রাজনাথ সিংয়ের তিন দিনের এই সফর শুরু হবে আগামী ১৪ জুলাই। ধারণা করা হচ্ছে, সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন এবং বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, রাজনাথ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের মধ্যে সন্ত্রাস দমন নিয়ে কৌশল জোরদার ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তরুণদের উগ্রপন্থায় নিয়ে যাওয়া মোকাবিলার বিষয়ে আলোচনা হবে। রাজনাথের সঙ্গে তাঁর মন্ত্রণালয় ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শীর্ষস্থানীয় কর্মকর্তারা থাকবেন। দুই দেশের সীমান্তে অনুপ্রবেশকারীদের চলাচল এবং গবাদিপশু, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, মাদক ও অন্যান্য পণ্যের চোরাচালান বন্ধে বিদ্যমান ব্যবস্থা জোরদার করা নিয়েও আলোচনা হবে দুই স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ