বড় দলগুলো যে কারণে ছিটকে পড়ল
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি: বিশ্বকাপের ফেবারিট ব্রাজিল, আর্জেন্টিনা ও বর্তমান চ্যাম্পিয়ন জার্মানীসহ বড় দলগুলো তথাকথিত ছোট দলগুলোর হাতে এবার ভালো নাকানিচুবানি খেয়েছে। ভুলের খেসারত গুণে বাদ পরতে হয়েছে ফেবারিটদের। এই ব্যর্থতার কী কারণ?
লিওনেল মেসির আর্জেন্টিনা, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। নেইমার-কুতিনহো-মার্সেলোয় গড়া ব্রাজিল। গত এক দশক ধরে সুন্দর ফুটবল খেলা স্পেন, চ্যাম্পিয়ন জার্মানি—রাশিয়া বিশ্বকাপে এরা সবাই একই পথের যাত্রী। সেই পথ, বিদায়ের পথ। বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি কিংবা ইতালির অনুপস্থিতি দেখা গেল এই প্রথমবার। ইতালি তো এবার চূড়ান্তপর্বেই উঠতে পারেনি। কিন্তু বাকি তিনটি বড় দলের বাদ পড়ার কারণ কি?
ব্রাজিল বরাবরের মতো এবারও ফেবারিট ছিল। বিশেষজ্ঞরা ভেবেছিলেন, নেইমার-কুতিনহোরা এবার অপ্রতিরোধ্য হয়ে উঠবেন। কিন্তু শেষ আটের লড়াইয়ে তাঁদের ছিটকে ফেলেছে বেলজিয়াম। হ্যাজার্ড, ব্রুইনারা যেভাবে খেলেছেন, তাতে সবাই মুগ্ধ। গোলরক্ষকের থিবো কোর্তোয়ার বীরত্বও মনে রাখার মতো। তবুও ব্রাজিল পারল না কেন, এই প্রশ্নটা এসেই যায়।
বেলজিয়ামের সঙ্গে কাসেমিরোর অভাব হারে হারে টের পেয়েছে ব্রাজিল। তাঁর বিকল্প যে ফার্নান্দিনহো হতে পারে না, সেটা বেলজিয়ামের বিপক্ষে ম্যাচেই প্রমাণিত। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে চোটের কারণে দানি আলভেজের ছিটকে পড়াও বড় ধাক্কা ব্রাজিলের জন্য। দানিলো কিংবা ফ্যাগনার ব্যর্থ হয়েছেন আলভেজের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগাতে। অনেকে অবশ্য আলভেজের বিকল্প হিসেবে ফ্যাবিনহোর অন্তর্ভুক্তির আশা করছিলেন।