গুহায় আটকে পড়া কিশোরদের উদ্ধারে অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা : থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় আটকে পড়া ১২ কিশোর ও ফুটবল কোচকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে। স্থানীয় সময় ৮ জুলাই ২০১৮ (রোববার) সকাল ১০টার দিকে উদ্ধারকারী দল গুহায় প্রবেশ করে।

বিবিসির খবরে বলা হয়, উদ্ধারকারী দলে বিদেশি ১৩ জন ডুবুরি ও থাই নৌবাহিনীর পাঁচজন ডুবুরি রয়েছেন।

গত ২৩ জুন বেড়াতে গিয়ে সেখানে আটকে পড়ে ১২ কিশোর এবং তাদের ফুটবল কোচ। তারা গুহায় ঢোকার পর হঠাৎ ভারী বৃষ্টি এবং এতে সৃষ্ট বন্যায় ডুবে যায় গুহামুখ। ভেতরেও ঢুকে পড়ে পানি।

ধারণা করা হচ্ছিল, এই গুহায় কিশোরের দল মাসব্যাপী থাকতে পারবে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় আশঙ্কা করা হচ্ছে, আবারও বৃষ্টির পানি গুহায় ঢুকে যেতে পারে। তাই দ্রুত তাদের বের করে আনতে আজকের এ উদ্ধার অভিযান।গুহা এলাকা থেকে সরে যাচ্ছেন সাংবাদিকেরা। ছবি: রয়টার্সগুহা এলাকা থেকে সরে যাচ্ছেন সাংবাদিকেরা। ছবি: রয়টার্সগতকাল শনিবার উদ্ধারকারী দলের প্রধান বলেছিলেন, বর্ষা শুরু হতে যাওয়ার প্রেক্ষাপটে আটকে পড়াদের উদ্ধারের জন্য তাদের হাতে তিন থেকে চার দিন আছে।

অভিযানের প্রস্তুতি হিসেবে গুহার প্রবেশমুখের কাছের এলাকা পরিষ্কার করা হয়েছে। সরিয়ে নেওয়া হয় উদ্ধারকারী দলের বাইরের সব লোকজনকে। এখন সেই এলাকায় কেবল ডুবুরি দল, চিকিৎসক ও নিরাপত্তা বাহিনীর কর্মীরা রয়েছেন।

কর্তৃপক্ষ আগে জানিয়েছিল, শত শত সাংবাদিক সেখানে জড়ো হয়েছিলেন। কিন্তু উদ্ধার অভিযানের জন্য তাঁদের সরানোটা প্রয়োজন ছিল।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ