কোটা আন্দোলনকারীদের মুক্তির দাবিতে ঢাবিতে মানববন্ধন
ঢাবি প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : কোটা আন্দোলনকারীদের মুক্তির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষার্থীরা। ৮ জুলাই ২০১৮ (রবিবার) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের সামনে সকাল সোয়া ১০টার দিকে মানববন্ধন শুরু হয়ে শেষ হয় ১১টার দিকে।
মানববন্ধনে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, ‘আমাদের বিভাগের শিক্ষার্থী রাশেদসহ যাদেরকে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। একইসঙ্গে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরাপদ ক্যাম্পাসের দাবি জানাই। পাশাপাশি ক্যাম্পাসে যেকোনও ধরনের অরাজকতার সুষ্ঠু বিচার দাবি করছি।’
ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন :
কালো কাপড় মুখে দিয়ে মানববন্ধন করার ব্যাপারে তিনি সাংবাদিকদেও বলেন, ‘আমাদের কথা বলার স্বাধীনতা নেই, তাই আমরা কালো কাপড় মুখে বেঁধে দাঁড়িয়েছি। আমরা এতদিন ধরে ক্লাস বর্জন করে আসছি। আমাদের ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।’
আরেক শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকারী রাশেদ, নূর ও ফারুকের অবিলম্বে মুক্তি চাই এবং কোটা সংস্কার নিয়ে প্রজ্ঞাপন জারি চাই।’