খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছয় যুবকের পদযাত্রা

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (১১ জুলাই ২০১৮) : কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দীর্ঘদিন ‘অন্যায়ভাবে’ কারাবন্দী রাখার প্রতিবাদে এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ছাত্রদল ও যুবদলের ছয় নেতা-কর্মী। আজ মঙ্গলবার ছয় সদস্যের এই দলটি মুন্সিগঞ্জে এসে পৌঁছেছেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পায়ে হেঁটে প্রতিবাদ জানানো দলের একজন মো. শহীদুজ্জামান। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিএনপির চেয়ারপারসনকে ‘অন্যায়ভাবে’ কারাবন্দী করার প্রতিবাদে এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে তাঁদের এই প্রতিবাদ। ৫ জুলাই বেলা ১১টায় তাঁরা তিনজন চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে থেকে ঢাকার উদ্দেশে হেঁটে রওনা দেন। তাঁর সঙ্গে ছিলেন যুবদল নেতা মো. শফিউল আলম ও ছাত্রদল নেতা মো. আজিম উদ্দিন।

ছাত্রদল নেতা মো. শহীদুজ্জামান বলছেন, পরে সীতাকুণ্ড থেকে ছাত্রদল নেতা সোহেল মাল্টো, কুমিল্লা থেকে সাদ্দাম মজুমদার এবং সোহেল রানা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন। তিনি বলেন, আশা করা যাচ্ছে, আজ রাতের মধ্যে তাঁরা নারায়ণগঞ্জে পৌঁছাতে পারবেন। এ ছাড়া আগামীকাল বুধবারের মধ্যে তাঁরা সবাই ঢাকায় পৌঁছাতে পারবেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ