বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

ডেস্ক রিপোর্ট, এবিসিনিউজবিািড,
কদিন আগেই আয়ারল্যান্ডে সিরিজ জিতেছে বাংলাদেশ। আইরিশ মেয়েদের সঙ্গে তবু বাকি ছিল কিছু হিসেব চুকানোর। গত বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে হারতে হয়েছিল তাদের কাছেই। এবার সেটির শোধ তুলল বাংলাদেশের মেয়েরা। শিরোপা জিতল আইরিশদের হারিয়েই।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে ২৫ রানে হারিয়েছে বাংলাদেশ।
নেদারল্যান্ডসের উট্রেক্টে ১৪ জুলাই শনিবার খুব ভালো করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ২০ ওভারে তুলতে পেরেছিল ১২২ রান। তবে দলের মূল শক্তি বোলিং জ্বলে উঠেছে আবারও। আইরিশদের গুটিয়ে দিয়েছে ৯৭ রানে।
বোলারদের মধ্যেও উজ্জ্বলতম ছিলেন পান্না ঘোষ। বাংলাদেশের মেয়েদের ক্রিকেটের প্রায় শুরু থেকেই জড়িয়ে আছেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সও করেছেন। তবে পাদপ্রদীপের আলোয় খুব একটা আসেননি। এবার বড় মঞ্চে ছড়ালেন আলো। বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে ফাইনালে এই পেসার নিয়েছেন ১৬ রানে ৫ উইকেট!
সেমি-ফাইনাল জিতে বিশ্বকাপ খেলা আগেই নিশ্চিত করেছিল দুই দল। ফাইনালটি ছিল মর্যাদার লড়াই। ২০১৫ সালে ব্যাংককে বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ। এবার অপরাজিত থেকে শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা।
এশিয়া কাপ শিরোপার অভাবনীয় সাফল্যের পর আয়ারল্যান্ডে সিরিজ জয়, এবার বাছাইপর্বের শিরোপা, দারুণ গতিতে ছুটছে বাংলাদেশের মেয়েদের সাফল্য রথ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ