জাতিসংঘ মিশনে যোগ দিতে লেবানন গেলেন ৮০ নৌসেনা

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (১৭ জুলাই ২০১৮) : লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে বাংলাদেশ নৌবাহিনীর দ্বিতীয় দলটি লেবানন পৌঁছেছেন। এ উদ্দেশ্যে নৌবাহিনীর ৮০ সদস্য ১৬ জুলাই (সোমবার) মধ্যরাতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তারা লেবাননে মোতায়েনকৃত নৌবাহিনী জাহাজ ‘বিজয়’ এ যোগ দেবেন।

চট্টগ্রাম ত্যাগের প্রাক্কালে কমান্ডার চিফ স্টাফ অফিসার টু চট্টগ্রাম নৌঅঞ্চল ক্যাপ্টেন এম আবদুস সামাদ লেবাননগামী নৌসদস্যদের বিদায় জানান। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও লেবাননগামী নৌসদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে গত ৮ জুলাই ৩০ নৌসদস্যের প্রথম গুরুপটি লেবানন গেছেন।

উল্লেখ্য, নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বিজয়’ ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে ইউনিফিলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে।

এছাড়া লেবাননের ভূ-খণ্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত করতে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। পাশাপাশি লেবাননের জলসীমায় বাংলাদেশের নৌসেনারা মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের ওপর গোয়েন্দা নজরদারী, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবাননের নৌসদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছেন। -আইএসপিআর

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ