লন্ডনে গানে গানে যাযাবর চিরকুট
বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২০ জুলাই ২০১৮) : যুক্তরাজ্যে দশ দিনের একটা সুন্দর ও সফল সফর শেষে গত সপ্তাহে দেশে ফিরলাম আমরা। লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আমন্ত্রণে যুক্তরাজ্যে বসবাসকারী প্রবাসীদের সবচেয়ে বড় আয়োজন বৈশাখী মেলায় গান শোনাতে গত ২৮ জুন লন্ডনে যাই। বিশ্ব সংগীত, ক্রীড়া, শিল্প-সাহিত্যের অন্যতম প্রধান এ জায়গাটায় এটা আমাদের প্রথম যাওয়া। তাই ভালো লাগাটাও ছিল অন্য রকম। সেখানকার প্রবাসী বাংলাদেশিদের সবার হৃদয় উজাড় করা ভালোবাসা, আপ্যায়নে মুগ্ধ হয়েছি বারবার। মুগ্ধ হয়েছি সেখানকার হাজার বছরের ঐতিহ্য, প্রাচীনতম স্থাপত্য আর প্রকৃতির অপার সৌন্দর্য দেখে। মুগ্ধতার সেসব স্মৃতি মাথায় ঘুরছে এখনো।
কাউন্সিলের পক্ষ থেকে ২৯ তারিখে বিবিসির সদর দপ্তরে এশিয়ান নেটওয়ার্কের জনপ্রিয় মর্নিং শোতে সাক্ষাৎকার দিয়েই বেরিয়ে পড়ি আশপাশ ঘুরে দেখতে। আমাদের চির যাযাবর মন চার দেয়ালে আটকে সময় নষ্ট করতে চায় না যেন। লন্ডনে এখন গ্রীষ্মকাল চলছে। দারুণ সুন্দর আবহাওয়া। প্রথম দিনেই লন্ডনের বিশেষ বিশেষ দর্শনীয় জায়গাগুলো দেখে ফেললাম এক নিঃশ্বাসে। প্রথমে গেলাম ব্রিটিশ সাম্রাজ্যের রানি; কুইন এলিজাবেথের বাড়ি বাকিংহাম প্যালেসে। সেখানে যেতেই দেখি হঠাৎ তোড়জোড়। নিরাপত্তা প্রহরীরা হঠাৎ তৎপর হয়ে উঠল। জড়ো হওয়া হাজার হাজার মানুষের ভেতরে সেকি উত্তেজনা।
জিজ্ঞেস করতেই একজন জানাল, রানি বাইরে থেকে আসছেন। তাই এই তোড়জোড়। আমরা অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ পরে জানলাম রানি আসবেন না। পরে জানলাম, প্রাসাদের প্রহরী পরিবর্তনের সেশন ছিল এটা। যখনই সেখানে প্রহরী পরিবর্তন হয়, তখনই এই বিশেষ সেলিব্রেশন চলে। সবাই বলছিল তোমরা খুবই ভাগ্যবান, এসেই এটা দেখতে পেলে।