মামুন হত্যা, চার আসামির স্বীকারোক্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২০ জুলাই ২০১৮) : পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান ওরফে মামুন হত্যা মামলায় চারজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এঁরা হলেন নিহত মামুনের বন্ধু রহমত উল্লাহ, মিজান শেখ, মেহেরুন্নেছা ঝর্ণা ওরফে আফরিন ও ফরিয়া বিনতে মীম।

আদালত সূত্র বলছে, বুধবার আসামি রহমত উল্লাহ এবং অপর তিনজন ১৯ জুলাই (বৃহস্পতিবার) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ছাড়া সুরাইয়া আক্তার কেয়া নামের এক আসামিকে তিন দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

১০ জুলাই পুলিশ পরিদর্শক মামুন ইমরান খানের লাশ পাওয়া যায় গাজীপুরের জঙ্গলে। মামুনের পরিবার বলেছে, ৮ জুলাই অফিস শেষে ঢাকার বাসাবোর বাসায় ফেরেন বিকেলে। সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যান।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, আসামি রহমত উল্লাহ পেশায় একজন প্রকৌশলী। মামুনের সঙ্গে তাঁর চার থেকে পাঁচ বছর ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাঁরা দুজনে বিভিন্ন নাটক ও সিরিয়ালে অভিনয় করতেন। গ্রেপ্তার আফরিনের সঙ্গে রহমত আগে অভিনয় করেছেন। আফরিন তাঁর বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে রহমতকে দাওয়াত দেন। রহমত বনানীর বাসায় মামুনকে আসতে বলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ