আসামির মায়ের মৃত্যু পুলিশের অভিযানে

Jhalokati District Map ঝালকাঠি জেলা ম্যাপরিপোর্টার, এবিসি নিউজ বিডি, বরিশালঃ ঝালকাঠীর কাঁঠালিয়ায় পুলিশের অভিযানে এক আসামির মায়ের মৃত্যু হয়েছে।

এই মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করেছেন ওই আসামি। অন্যদিকে পুলিশ বলছে, এই মৃত্যু দুর্ঘটনায়।

নিহত অ্যাঞ্জেলা খাতুন (৭০) উপজেলার উত্তর চরাইল গ্রামের মৃত চুন্নু ফরাজীর স্ত্রী। তার ছেলে আমির হোসেন ফরাজীকে (৩০) ধরতে শুক্রবার রাতে তাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

কাঁঠালিয়া থানার এসআই মেহেদী হাসান পুলিশের ওই অভিযানের নেতৃত্বে ছিলেন।

নারী নির্যাতনের একটি মামলা আসামি আমির সাংবাদিকদের বলেন, “এসআই মেহেদী ঘরের দরজায় লাথি মারলে সেই দরজা ছুটে গিয়ে আমার বৃদ্ধ মায়ের ওপর পড়ে। এতে তিনি মারা যান।”

তবে দরজায় লাথি মারার অভিযোগ নাকচ করেছেন ঝালকাঠীর সহকারী পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন।

তিনি এবিসি নিউজ বিডিকে বলেন, “আমির তার মায়ের কক্ষে লুকিয়ে ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৃদ্ধা তাড়াহুড়ো করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে মারা যেতে পারেন।”

নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর ঘটনার তদন্ত হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা আনোয়ার জানান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ