মাঠ পর্যায়ে অর্থব্যয়ে ডিসিদের তাগিদ অর্থমন্ত্রীর

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৪ জুলাই ২০১৮) : মাঠ পর্যায়ে অর্থব্যয়ে ডিসিদের তাগিদ দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘মাঠ পর্যায়ে অর্থ ব্যয় করাটাই এখন চ্যালেঞ্জ। সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ড গতিশীল রাখতে বরাদ্দকৃত অর্থব্যয়ে উন্নয়ন কাজ করতে হবে। এক্ষেত্রে অর্থের কোনো সমস্যা নেই। জুলাই থেকে অর্থ ছাড় করতে পারবে প্রকল্প পরিচালক।

২৪ জুলাই (মঙ্গলবার) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত ডিসি (জেলা প্রশাসক) সম্মেলনে এ তাগাদা দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সচিবালয়ে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের বিষয় সম্পর্কিত কার্য-অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

অর্থমন্ত্রী ডিসিদের (জেলা প্রশাসক) উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ দিয়ে বলেন, ট্রেজারি ভবনে কর্মকর্তা-কর্মচারীদের বসার জায়গা অপ্রতুল। প্রতিটি জেলায় ট্রেজারি ভবন পুরনো ও একতলা। জেলা প্রশাসকদের দেয়া বক্তব্যের প্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, ধীরে ধীরে ট্রেজারি ভবনগুলোর উন্নয়ন করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশ ব্যাংকের সোনা গরমিলের বিষয়ে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের সোনা গরমিলের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কোনও কথা বলারই প্রয়োজন ছিল না। এটি বাংলাদেশ ব্যাংকের বিষয়।’

অর্থমন্ত্রী বলেন, ‘সোনার বিষয়ে বাংলাদেশ ব্যাংকই সিদ্ধান্ত নেবে।’ এ বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো কমিটি করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এজন্য কোনো কমিটির দরকার নেই। যা করার বাংলাদেশ ব্যাংকই করবে।’

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘ব্যাংকের ৯৩৬ কেজি সোনার মধ্যে দুষিত সোনার পরিমাণ মাত্র ৩ কেজি। তাও পুরোটা নয়। কাজেই এটি বড় কোনও সমস্যা নয়।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ