সাইবার প্রতারণায় নাজেহাল তারকারা
বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৪ জুলাই ২০১৮) : ফেসবুকে প্রতারণার নতুন ধরনের ফাঁদ পেতেছে সাইবার জগতের দুর্বৃত্তরা। হাতিয়ে নিচ্ছে গুরুত্বপূর্ণ সব তথ্য। পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে ফেসবুক অ্যাকাউন্টও। শুধু তা-ই নয়, নানা হয়রানিও করা হচ্ছে। সাইবার জগতের দুর্বৃত্তরা এমন কৌশলে কাজটি করছে, যাতে কিছুই টের পাচ্ছেন না ভুক্তভোগীদের কেউই। এমনি প্রতারণার শিকার হচ্ছেন নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, পরিচালক থেকে শুরু করে সাধারণ মানুষজনও। বিষয়টি নিয়ে আতঙ্কিত সবাই।
চলতি বছর এপ্রিল মাসে দ্বিতীয়বারের মতো এ সময়ের আলোচিত নায়িকা শবনম বুবলীর আইডি হ্যাক করে ফেসবুক থেকে মুছে দেয় ওল্ড ম্যাক্সট্যান (ওল্ড মাস্তান)। সাইবার দুর্বৃত্তের দলটি ৬ জুলাই অভিনয়শিল্পী ও সঞ্চালক মিথিলার ফেসবুক অ্যাকাউন্ট আর পেজ হ্যাকড করে।
জুলাই মাসের প্রথম সপ্তাহে ফেসবুক হ্যাকড হওয়ার খবরটি পাওয়া যায় চলচ্চিত্রের এ সময়ের আলোচিত নায়ক সিয়াম আহমেদের।
৯ জুলাই তিনি টের পান, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট আর তাঁর নিয়ন্ত্রণে নেই। নয় ঘণ্টা পর সেটি আবার ঠিকঠাক ফেরত দিয়েছে হ্যাকার গ্রুপ।
১০ জুলাই একই ঘটনা ঘটে দেশের চলচ্চিত্রের আরেক নায়ক আরিফিন শুভর ফেসবুক প্রোফাইল নিয়ে। শুভর ফেসবুক প্রোফাইল ওয়ালে একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় হ্যাকারদের পক্ষ থেকে। জানানো হয়, এটি হ্যাক করা হয়েছে। ‘ওল্ড ম্যাক্সট্যান’ (ওল্ড মাস্তান) নামের হ্যাকারদের দল শুভর প্রোফাইল থেকে একটি স্ট্যাটাস দিয়েছে। সেখানে লেখা,
‘সিকিউরিটি এক্সপেরিমেন্টের জন্য ওল্ড মাস্তান দ্বারা আরিফিন শুভর আইডি হ্যাক করা হয়েছে। তার আইডি ইনসিকিউরড থাকায় আমরা অনেক চেষ্টা করেছি তার সঙ্গে যোগাযোগ করার জন্য। তাই বাধ্য হয়ে এই পদক্ষেপ নিয়েছি। শিগগিরই তার অ্যাকাউন্ট ব্যাক করে দেওয়া হবে। চিন্তা বা হয়রানির প্রয়োজন নাই।’
সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, তাহসান, মিনার রহমান, চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী, চিরকুট ব্যান্ডের শারমীন সুলতানা সুমী, পরিচালক দেবাশীষ বিশ্বাস, অনিমেষ আইচের অ্যাকাউন্টও মুক্তি পায়নি এই আক্রমণ থেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক বি এম মইনুল হোসেন এই প্রতিবেদককে বলেন, ‘নন টেকনিক্যাল ব্যক্তিদের জন্য আমার পরামর্শ, অপরিচিত কোনো লিংকে ক্লিক করবেন না। তা বন্ধুদের মধ্য থেকেও কেউ যদি পাঠায়, তারপরও খুলবেন না। যেকোনো অপরিচিত লিংকই ভয়ংকর। আমরা যারা টেকনিক্যাল, লিংকের ব্যাপারগুলো দেখলে হয়তো বুঝতে পারি। কোনো লিংকের ব্যাপারে নিশ্চিত না হতে পারলে ফেসবুক থেকে লগ আউট করে নিলেই ভালো। শুধু তা-ই নয়, যে মিডিয়ামে (ফেসবুক, ইয়াহু, জিমেইল) লিংক পাঠানো হয়েছে, সন্দেহ হলেই সেখান থেকে লগ আউট করবেন।’