উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করতে তাগিদ ডিসিদের

বিশেষ প্রতিবেদক. এবিসিনিউজবিডি
ঢাকা (২৫ জুলাই ২০১৮) : সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তরান্বিত করতে ডিসিদের (জেলা প্রশাসক) সর্বাত্মক সহযোগিতার তাগিদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

২৫ জুলাই (বুধবার) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক সম্মেলনে সড়ক পরিবহন বিষয়ে অধিবেশন শেষে সাংবাদিকদের এতথ্য জানা তিনি।

সম্মেলনে ডিসিদের (জেলা প্রশাসক) তিনি বলেছেন, ‘এমন কোনও কাজ অপনারা করবেন না যাতে সরকার এমবারেস ফিল করে। কোনও চাপের কাছে মাথানত করবেন না। তিনি বলেন, ‘নতুন কোনও স্বপ্ন দেখাতে চাই না। যে স্বপ্নগুলো বস্তবায়ন হচ্ছে যেমন, পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী ট্যানেল এগুলোর বাস্তবায়ন তরান্বিত করতে হবে। আর এজন্য ডিসিদের নির্দেশ দিয়েছি।’

ওবায়দুল কাদের বলেন, ‘আগামীতে কোরবানির ঈদ , ভারী বর্ষণ, চলবে ভারী যানবাহন। তার ওপরে পশুবাহী ট্রাক, পশুর হাট, চলবে তিন চাকা চালিত অন্যান্য যানবাহন। সবগুলোকে সমন্বয় করে ঘরমুখো মানুষকে ঘরে পৌঁছে দেওয়া এবং ঈদের পর আবারও কর্মস্থলে ফিরিয়ে আনা। এটি একটি চ্যালেঞ্জিং কাজ। ঈদের আগের তুলনায় পরে দুর্ঘটনা বেশি ঘটে। তাই ডিসিদের এই সময়ে যানবাহান ও সড়ক ব্যবস্থাপনায় মনিটর করার নির্দেশ দিয়েছি।’

এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘অক্টোবরে নির্বাচনি তফসিল ঘোষণা করা হবে। মাত্র পৌনে তিন মাস সময় বাকি আছে, সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসকদের যে মেসেজ দেওয়ার তা সরকার প্রধান দিয়েছেন। সেই মেসেজই আমাদের মেসেজ।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ