সরকার পরিবর্তন হলে কম্বল খুঁজে পাবেন না : বি চৌধুরী

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৭ জুলাই ২০১৮) : বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, এক মাঘে শীত যায় না। তেমনি কোনো সরকারও চিরস্থায়ী নয়। পরিবর্তন হবেই। পরিবর্তনের সঙ্গে মাঘ মাসটাও আসে। তাই যখন পরিবর্তন আসবে, তখন আর কম্বল খুঁজে পাবেন না। কেননা যারা অত্যাচারিত হয়েছে, তারা তখন বসে থাকবে না।

২৭ জুলাই (শুক্রবার) জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বদরুদ্দোজা চৌধুরী এ কথা বলেন। বিকেলে চট্টগ্রাম রেলওয়ে অফিসার্স ক্লাবে আয়োজিত এই সমাবেশের প্রধান বক্তা ছিলেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নান প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন জেএসডি চট্টগ্রাম নগর শাখার সভাপতি গোলাম জিলানি চৌধুরী। সভাকে ঘিরে রেলওয়ে অফিসার্স ক্লাবে বিপুল পুলিশের উপস্থিতি ছিল। নগরের বিভিন্ন এলাকা থেকে জাসদের নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন। সভায় বিএনপির কয়েকজন কর্মী-সমর্থকও উপস্থিত ছিলেন।

সভায় বদরুদ্দোজা চৌধুরী বলেন, দেশে গণতান্ত্রিক অধিকার লুণ্ঠিত হচ্ছে। মানুষের বাঁচার অধিকার বিপন্ন। গুম হচ্ছে, হত্যা হচ্ছে। আসলে এই সরকার দয়ামায়াহীন, নিষ্ঠুর। হাজার হাজার লোককে জেলে আটকে রেখেছে।

সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, যে সরকার এখন ক্ষমতায় আছে, তারা জালেম সরকার। বাংলাদেশে ইতিহাসে এত বড় প্রতারক সরকার আগে কখনো ছিল না।

কয়লা চুরির সমালোচনা করে মান্না বলেন, ‘১০ বছর ধরে কয়লা চুরি হচ্ছিল। এখন এমডিকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে। বিচার করে শাস্তি দিয়ে চাকরিচ্যুত করা হবে। কিন্তু এত বড় চুরির ঘটনায় সরকারের দায় কেন থাকবে না? আমার জিজ্ঞাসা, কয়লার মন্ত্রী কে? তিনি কেন পদত্যাগ করবেন না? যারা সরকারি সম্পদ রক্ষা করতে পারেন না, যাঁরা শেয়ারবাজার রক্ষা করতে পারেন না, তাঁদের মন্ত্রী থাকার কোনো অধিকার নেই। গায়ের জোরে কেবল মন্ত্রী থাকতে চান, এবার মানুষ জেগেছে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ