ফাঁসাতে গিয়ে সাভারে দুই সোর্সসহ কনস্টেবল আটক
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
সাভার (২৭ জুলাই ২০১৮) : রিকশাচালককে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন ঢাকার সাভার মডেল থানার এক কনস্টেবল। পরে ওই কনস্টেবলসহ দুই তথ্যদাতাকে (সোর্স) পুলিশে সোপর্দ করা হয়।
অভিযুক্ত পুলিশ সদস্যের নাম নুরুল আমিন। তাঁকে প্রত্যাহার করে ঢাকার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে। অন্যদিকে দুই সোর্স জামাল ও আকাশকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২৭ জুলাই শুক্রবার আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের দুই দিন করে রিমান্ডে পাঠিয়েছেন।
সাভার মডেল থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে পুলিশের তথ্যদাতা জামাল ও আকাশকে নিয়ে কনস্টেবল নুরুল আমিন পৌর এলাকার কামাল রোড থেকে আশিক নামের ওই রিকশাচালককে আটক করেন। এরপর তাঁকে স্থানীয় একটি রিকশার গ্যারেজে নিয়ে তাঁর কাছে ইয়াবা থাকার কথা বলে তা বের করে দিতে বলেন। এ সময় লোকজন জড়ো হয়ে তাঁর দেহ তল্লাশি করতে বলেন। জনতার কথায় কনস্টেবল নুরুল আমিন আশিকের দেহ তল্লাশি করে ইয়াবা না পেয়ে তাঁকে ছেড়ে দেওয়ার বিনিময়ে এক প্যাকেট সিগারেট দাবি করেন। আশিক সিগারেট আনতে গেলে সোর্স আকাশ তাঁর রিকশা নিয়ে সটকে পড়েন। এ সময় স্থানীয় লোকজন নুরুল আমিন ও জামালকে আটক করে চড়–থাপ্পড় দিয়ে পুলিশে সোপর্দ করেন।