পায়েল ‘হত্যা’ : চালক ও স্টাফদের ফাঁসির দাবি

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
চট্টগ্রাম (২৭ জুলাই ২০১৮) : বিকল্পধারা চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার বাসিন্দা ও রাজধানীর নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল হত্যার দায়ে চালক ও স্টাফদের ফাঁসির দাবি করেছেন চট্টগ্রামের শিক্ষার্থী ও অভিভাবকরা। হানিফ পরিবহনের মালিককেও বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

২৭ জুলাই (শুক্রবার) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে পায়েল ‘হত্যার’ ঘটনার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচিতে তারা এসব দাবি করেন। এতে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী এবং সন্দ্বীপ উপজেলা ও নগরের হালিশহর এলাকার সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এটি কোনো দুর্ঘটনা নয়। পায়েলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। একজন জলজ্যান্ত মানুষকে জীবিত অবস্থায় খালে ফেলে দেয়ার মত ঘটনা এ দেশে ঘটতে পারে, তা মেনে নেয়া যায় না।

তারা বলেন, পায়েল আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু আমরা চাই না আর কোনো পায়েলকে জীবন দিতে হোক। তাই আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি, হানিফ পরিবহনের চালক ও সহকারীকে বিচারের আওতায় এনে দ্রুত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের যেন ফাঁসি হয়, এই প্রত্যাশা আমরা করছি। হানিফ পরিবহনের মালিককেও বিচারের আওতায় আনতে হবে। তিনিও এ দায় এড়াতে পারেন না।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ