হাইকোর্টে আবারও খালেদার জামিন আবেদন
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৯ জুলাই ২০১৮) : কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রলবোমার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিরুদ্ধে দায়ের করা এক মামলায় হাইকোর্টে আবারও জামিন আবেদন করা হয়েছে।
২৯ জুলাই (রোববার) খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ জামিন আবেদন করেন।
হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস.এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনের শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী একে এম এহসানুর রহমান।
এর আগেও এ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন খালেদা জিয়া। ওই সময়ে আবেদনের শুনানি শেষে ২৬ জুলাইয়ের মধ্যে বিচারিক আদালতকে নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্টের একই বেঞ্চ।
এরপর গত ২৬ জুলাই কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল-১ এ খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করে আদেশ দেন। এ কারণে আবারও হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করেন আইনজীবীরা।