জনতা ব্যাংক তুমি কার ?

বিশেষপ্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৯ জুলাই ২০১৮) : আমদানি-রফতানির নামে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের আত্মসাৎ করা হয়েছে ১১ হাজার কোটি টাকা । চারটি গুরুপের নামে এই টাকা আত্মসাৎ হয়েছে। সাভাবিক কারনেই দেশের মানুষের কাছে প্রশ্নের উদ্রেক করেছে- জনতা ব্যাংক তুমি কার? সাধারণ মানুষের না ক্ষমতাধরদের?

ব্যাংক খাতে বারবার আলোচনায় ওঠে আসে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের নাম। বিতর্কিত সব জালিয়াত চক্রই এই ব্যাংকের গ্রাহক। জনতা ব্যাংকের অন্যতম গ্রাহকদের মধ্যে রয়েছে— হলমার্ক, বিসমিল্লাহ, ক্রিসেন্ট ও অ্যানন টেক্স গুরুপ। এই চারটি গুরুপ কখনও আমদানির নামে টাকা নিয়েছে, কখনও টাকা নিয়েছে ভুয়া রফতানির নথিপত্র তৈরি করে। আর জনতা ব্যাংকও এসব গ্রাহকের হাতেই উদারতার সঙ্গে তুলে দিয়েছে কোটি কোটি টাকা।

জনতা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আমদানি ও রফতানির নামে জনতা ব্যাংক থেকে লোপাট করা হয়েছে প্রায় ১১ হাজার ২৯০ কোটি টাকা। এসব অর্থ ফেরত আসার সম্ভাবনা খুবই কম। ব্যাংকটির কিছু অসৎ কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে কিছু চিহ্নিত ব্যবসায়ী এই বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছে।

অ্যাননটেক্স গুরুপ :

অ্যানন টেক্স গুরুপের মো. ইউনুস বাদলকে দেওয়া হয়েছে তিন হাজার ২০০ কোটি টাকার ঋণ ও ঋণ সুবিধা। ইউনুস বাদলের কোম্পানিগুলোর নামে বিভিন্ন সময়ে কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খোলা হলেও তিনি ব্যাংকটিকে কোনও টাকা পরিশোধ করেননি। ইউনুস বাদলের প্রতিষ্ঠানগুলোর পক্ষে জনতা ব্যাংক বিদেশি রফতানিকারক প্রতিষ্ঠানকে আমদানির টাকা শোধ করে দিয়েছে। কিন্তু পরেও গ্রাহক ওই টাকা পরিশোধ করেনি। এভাবে নেওয়া ঋণসুবিধার (নন-ফান্ডেড) সব অর্থই সরাসরি ঋণে (ফান্ডেড) পরিণত হয়েছে। আবার দৈনন্দিন ব্যবসা পরিচালনার জন্য নেওয়া চলতি মূলধনও (সিসি ঋণ) ফেরত দেয়নি এই প্রতিষ্ঠানটি। অ্যানন টেক্স গুরুপের কাছে জনতা ব্যাংকের বর্তমানে পাওনা রয়েছে পাঁচ হাজার ৫১০ কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জনতা ব্যাংকের বর্তমান এমডি (ব্যবস্থাপনা পরিচালক) আবদুছ ছালাম আজাদ এবং তৎকালীন এমডি এসএম আমিনুর রহমান দুজনই ইউনুস বাদলের বিভিন্ন প্রতিষ্ঠানে ঋণ দেওয়ার ব্যাপারে অতি উৎসাহী ছিলেন। আবদুছ ছালাম আজাদ ঋণের প্রস্তাব পাঠাতেন। আর এসএম আমিনুর রহমান ব্যাংকের বোর্ডে তা উপস্থাপন করতেন। ব্যাংকটির বোর্ডের সদস্যরাও কোনও বাছবিচার ছাড়াই সেই ফাইল পাস করে দিতেন।

এ বিষয়ে জানতে চাইলে জনতা ব্যাংকের এমডি আবদুছ ছালাম আজাদ  এই প্রতিবেদকের কাছে কোনও মন্তব্য করতে রাজি হননি। অবশ্য ব্যাংকটির তৎকালীন এমডি এসএম আমিনুর রহমান বলেন, ‘আমার সময়ে ইউনুস বাদলের বিভিন্ন প্রতিষ্ঠান ঋণসুবিধা পেলেও তাতে আমার কোনও হাত ছিল না।’ তিনি উল্লেখ করেন, ‘আমি চলে আসার পরও ইউনুস বাদলের প্রতিষ্ঠানগুলো ঋণসুবিধা পেয়েছে।’

হলমার্ক গুরুপ

জনতা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জনতা ব্যাংকের করপোরেট শাখায় আনোয়ারা স্পিনিং মিলস ও ম্যাক্স স্পিনিং মিলের নামে দুটি হিসাব খোলা হয় ২০১১ সালের ৮ জুন। নথি অনুযায়ী, আনোয়ারা স্পিনিং মিলের মালিক জাহাঙ্গীর আলম এবং ম্যাক্সের মালিক মীর জাকারিয়া। এই দুই হিসাবের পরিচয়দানকারী হলেন ববি স্পিনিং মিলের মালিক তানভীর মাহমুদ। তিনি হলমার্ক গুরুপের গুরুপেরব্যবস্থাপনা পরিচালক (এমডি)। জনতা ব্যাংকের করপোরেট শাখা ওই দুই প্রতিষ্ঠানের নামে হিসাব খোলার পরপরই তাদের সব বিল কেনা শুরু করে। বিলে দেখানো হয়েছে— হলমার্ক ফ্যাশনসহ এই গুরুপের স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান স্থানীয়ভাবে সুতা আমদানির জন্য আনোয়ারা ও ম্যাক্স স্পিনিংয়ের অনুকূলে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখায় স্থানীয় ঋণপত্র স্থাপন করে। জনতা ব্যাংকের করপোরেট শাখা এই বিল কিনে নেয় এবং সেই পরিমাণ অর্থ আনোয়ারা ও ম্যাক্স স্পিনিং মিলের হিসাবে জমা দিয়ে দেয়।
এভাবে ওই দুই প্রতিষ্ঠান জনতা ব্যাংক থেকে তুলে নেয় ৮৩ কোটি ৬৭ লাখ ৫৯ হাজার টাকা। তখন এই অর্থ আত্মসাতের জন্য জনতা ব্যাংকের করপোরেট শাখার ব্যবস্থাপক আবদুস সালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযোগ আছে, একইভাবে জনতা ব্যাংকের স্থানীয় কার্যালয় প্রায় ২৬ কোটি ৫৯ লাখ টাকা আত্মসাতের সুযোগ করে দেয় সোহেল স্পিনিং মিল নামের আরেকটি প্রতিষ্ঠানকে।

প্রসঙ্গত, জনতা ব্যাংকের করপোরেট শাখার ব্যবস্থাপক আবদুস সালাম আজাদকে শাস্তির বদলে সরকার ব্যাংকটির এমডি পদে নিয়োগ দিয়েছে।

বিসমিল্লাহ গুরুপ

২০১১ সালে ভুয়া রফতানি দেখানো, বিদেশে প্রতিষ্ঠান খুলে তার মাধ্যমে অতিমূল্যায়ন করে বাংলাদেশ থেকে আমদানি এবং এর মাধ্যমে রফতানিকে উৎসাহিত করতে সরকারের দেওয়া নগদ সহায়তা হাতিয়ে নেওয়া শুরু করে বিসমিল্লাহ গুরুপ। ওই সময় জনতা ব্যাংক থেকে ৩৯২ কোটি ৫৭ লাখ টাকা তুলে নিয়েছে এই প্রতিষ্ঠানটি। বিসমিল্লাহ গুরুপের কাছে বর্তমানে জনতা ব্যাংকের পাওনা রয়েছে ৫৫০ কোটি টাকা।
বিসমিল্লাহ গুরুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাজা সোলেমান আনোয়ার চৌধুরী। আর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হলেন তার স্ত্রী নওরীন হাসিব। তারা দুজনই এখন দেশের বাইরে অবস্থান করছেন।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বিসমিল্লাহগুরুপ ভুয়া রফতানি দেখিয়ে, বিদেশে প্রতিষ্ঠান খুলে তার মাধ্যমে অতিমূল্যায়ন করে বাংলাদেশ থেকে আমদানি এবং এর মাধ্যমে রফতানিকে উৎসাহিত করতে সরকারের দেওয়া নগদ সহায়তার অর্থ হাতিয়ে নিয়েছে। এর বাইরে তারা নিজস্ব প্রতিষ্ঠানের খোলা স্থানীয় এলসি (ঋণপত্র) দিয়ে এবং আরেক (এটাও নিজস্ব) প্রতিষ্ঠানের স্বীকৃতি নিয়ে বিল তৈরি করে (অ্যাকোমুডেশন বিল)তা ব্যাংকে জমার মাধ্যমে প্রায় ১১০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

ক্রিসেন্ট গুরুপ

বিসমিল্লাহ গুরুপকে অনুকরণ করে জনতা ব্যাংক থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে ক্রিসেন্ট গুরুপও। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে— চামড়া খাতের কোম্পানি ক্রিসেন্ট লেদারের রফতানির অর্থ দেশে না আসলেও নিয়ম-নীতি লঙ্ঘন করে একের পর এক বিল কিনেছে জনতা ব্যাংক। ভুয়া রফতানি বিল কিনেগুরুপটির হাতে নগদে টাকা দিয়েছে জনতা ব্যাংক। এখন রফতানির টাকা ফেরত আসছে না। এর বাইরে সরকারের নগদ সহায়তা তহবিল থেকেও ক্রিসেন্ট গুরুপ নিয়েছে একহাজার ৭৫ কোটি টাকা। বিদেশে রফতানির একহাজার ২৯৫ কোটি টাকা আটকা রয়েছে। সব মিলিয়ে গ্রুপটি সরকারি ব্যাংক ও সরকারের তহবিল থেকে ২০১৩ সাল থেকে এ বছরের মার্চ পর্যন্ত পাঁচ বছরে নিয়ে নিয়েছে পাঁচ হাজার ১৩০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, রফতানি বিল কেনার ক্ষেত্রে প্রচলিত নিয়ম মানেনি জনতা ব্যাংক। বিলের সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়নি তারা। রফতানিকারক প্রতিষ্ঠান টাকা দিতে পারবে কীনা, সে ব্যাপারে কোনও খোঁজখবর নেয়নি ব্যাংকটি। জনতা ব্যাংকের ইমামগঞ্জ করপোরেট শাখায় মোট ঋণের পরিমাণ প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা। এর মধ্যে ক্রিসেন্ট গুরুপের ছয় প্রতিষ্ঠানের কাছে ব্যাংকটির ঋণ ২ হাজার ৭৬০ কোটি টাকা। গুরুপটির মালিক এম এ কাদেরকে ফোন করা হলে তিনি কোনও মন্তব্য করেননি। পরে কথা বলবেন জানিয়ে মোবাইল ফোনে এসএমএস দিলেও পরেও কথা বলেননি তিনি।

এদিকে, জালিয়াতির মাধ্যমে ক্রিসেন্ট গুরুপকে সহায়তা করার দায়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে গত মার্চ মাসে ১০ জন কর্মকর্তাকে বরখাস্ত করেছে জনতা ব্যাংক। অন্যদিকে, জনতা ব্যাংকের হিসাব থেকে এবং নগদ সহায়তার ৪০৮ কোটি টাকা কেটে সরকারের কোষাগারে জমা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া, ইমামগঞ্জ করপোরেট শাখার বৈদেশিক ব্যবসার লাইসেন্সও (এডি লাইসেন্স) স্থগিত করে বাংলাদেশ ব্যাংক।
প্রসঙ্গত, জালিয়াতির বিষয়টি প্রথমে বাংলাদেশ ব্যাংকের একটি বিশেষ তদন্তে ধরা পড়ে। পরে এ বিষয়ে জনতা ব্যাংককে একটি চিঠি পাঠিয়ে আরও বিস্তারিত তদন্ত ও জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। পরে জনতা ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে নিয়ে গঠিত কমিটি তদন্ত শেষে গত ১৮ মার্চ ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেয়। জনতা ব্যাংকের নিজস্ব তদন্ত প্রতিবেদনেও বলা হয়— গ্রাহক প্রতিষ্ঠানগুলো ও শাখা ব্যবস্থাপনার পারস্পরিক সমঝোতায় ২০১৭ সালের ২৪ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের ওই পরিমাণ টাকা বের করে নেওয়া হয় বলে প্রতীয়মান হয়েছে।

জনতা ব্যাংকের এমন পরিস্থিতিকে দুর্ভাগ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ। তিনি এই প্রতিবেদককে বলেন, ‘হলমার্ক ও বিসমিল্লাহ গুরুপের অনিয়মের জন্য শাস্তি দেওয়া হলে, নতুন করে একই ঘটনা আর ঘটতো না।’ তিনি উল্লেখ করেন, ‘সুশাসন না থাকাই এর প্রধান কারণ।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ