বিএনপির সঙ্গে সংলাপের সুযোগ নেই : কাদের
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৯ জুলাই ২০১৮) : আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে তিনি বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গে একটা যোগাযোগ থাকতে পারে।
২৯ জুলাই (রোববার) সচিবালয়ে সমসাময়িক প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সংলাপের এখন আর সুযোগ নেই, এর সম্ভাবনাও নেই। এখন এই টাইমে কী সংলাপ করব।’
টেলিফোনে আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘একটা যোগাযোগ থাকতে পারে, এতে অসুবিধাটা কী? তাহলে অনেক কঠিন সম্পর্কের বরফও তো গলতে পারে। যোগাযোগটা থাকা ভালো।’
আনুষ্ঠানিকভাবে বিএনপির সঙ্গে বসবেন কি না- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘সেটা এখনও আমরা চিন্তা করিনি। আমাদের দলে কোনো চিন্তা এখন নেই। আমরা মনে হয় এটার আর সম্ভাবনা নেই। আলোচনাটা কেন? কীভাবে নির্বাচন হবে সেটা আমাদের সংবিধানে আছে।’
টেলিফোনে আলোচনার বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কাদের সাহেব কল করলে আমিও কথা বলব’ এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ‘এখানেও তারা শর্ত জুড়ে দিচ্ছেন। সেক্রেটারি টু সেক্রেটারি কথা বলব। এটা কী প্রি-কন্ডিশন নয়? এ ধরনের কনভারসেশনে কী প্রি-কন্ডিশন আরোপ করা উচিৎ? এটা কি কোনো ডেকোরাম ও ডিসেন্সির ভাষা?’
তিনি বলেন, ‘কন্ডিশনের প্রশ্ন আসলে আমি ফোন দেব না। কথা হতে পারে যেকোনো সময়। আমি কন্ডিশন মানি না।’
অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় পার্টি মহাজোটে আছে, মহাজোটেই থাকবে।’
এই সরকারের আমলে অনেক উন্নয়নের মধ্যে অনেক দুর্নীতির খবরও এসেছে- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘উন্নয়ন যেখানে আছে, সেখানে…চাঁদের মধ্যে কলঙ্কও আছে। এটা হতেই পারে। কথা হচ্ছে আমি নন রেসপন্সিভ কি না। সরকার প্রত্যেকটি স্ক্যামের ব্যাপারে কঠোর অবস্থানে।’