রাজশাহী-বরিশালে জয়ের পথে আ.লীগ, সিলেটে বিএনপি
জ্যেষ্ঠ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (৩১ জুলাই ২০১৮) : রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দুটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও একটিতে বিএনপি প্রার্থী এগিয়ে আছেন। রাজশাহীতে এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং বরিশালে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তাদের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী থেকে এগিয়ে আছেনই না, বেসরকারীভাবে নির্বাচিতই বলা যায়। অপরদিকে সিলেটে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টির ফলাফলে আরিফুল হক চৌধুরী এগিয়ে আছেন। এখানে আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বদরউদ্দিন আহমদ কামরান (নৌকা) পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। আরিফুল ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে রয়েছেন।
রোজশাহীতে বরিশাল এ তিন সিটির নির্বাচনের বেসরকারী ফলাফলে মেয়র পদে জয়ের পথে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। রাজশাহীতে এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও বরিশালে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তাদের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী থেকে এগিয়ে আছেন।কেন্দ্র দখল, জাল ভোটসহ নানা অভিযোগ সত্ত্বেও সিলেটে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী এগিয়ে আছেন।
রাত সাড়ে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে ঘোষিত বেসরকারি ফলাফলে ১৩৪ ভোটকেন্দ্রের মধ্যে ১৩২ কেন্দ্রে আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান (নৌকা) পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। আরিফুল ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে রয়েছেন।
বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত কেন্দ্রভিত্তিক অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, এই দুই সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী লিটন ও সাদিক বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ও মজিবর রহমান সরোয়ারের প্রাপ্ত ভোট থেকে বহু ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
রাজশাহী সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী খায়রুজ্জামান লিটন পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৩৯৪ ভোট। অন্যদিকে বিএনপির প্রার্থী বুলবুল পেয়েছেন ৭৮ হাজার ৪৯২ ভোট। রাজশাহীতে মোট ভোটকেন্দ্র ১৩৮টি। অনানুষ্ঠানিক ভাবে ১৩৮টি কেন্দ্রের ফলাফলই পাওয়া গেছে।