‘আমার মায়ের কান্না আর না আর না’
বিশেষ প্রতিবেকদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (২ আগষ্ট ২০১৮) : ‘আমার মায়ের কান্না বৃথা যেতে দেব না;’ ‘আমার বোনের রক্ত বৃথা যেতে দেব না;’ ‘বিচার চাই বিচার চাই, ভাই হত্যার বিচার চাই।’ এমন সব স্লোগানে শিক্ষার্থীরা ঢাকার রাজপথ অবরোধ করে বিক্ষোব করছে। ১ আগষ্ট বুধবার বেলা পৌনে ১২টায় শিক্ষার্থীরা লাইন্সল্যাব এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। এতে ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ফার্মগেট এলাকায় অবস্থান নেয় সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। এসময় তাদের সাথে যোগ দেয় বিএফ শাহীন কলেজের শিক্ষার্থীরা। এরপর মিছিল নিয়ে শিক্ষার্থীরা কারওয়ান বাজার, বাংলামটর, শাহাবাগ হয়ে সাইন্সল্যাব এলাকায় অবস্থান নিয়েছে। এসময় তাদের সাথে যোগ দিয়েছে, সিটি কলেজ, ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ ইত্যাদি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফার্মগেট থেকে শিক্ষার্থীরা সাইন্সল্যাব এলাকায় যাওয়ার সময় সরকারি বিআরটিসি বাসসহ সকল গণপরিবহন ও চালকদের লাইসেন্স আছে কি না তা চেক করেন। এসময় মন্ত্রী ও মন্ত্রণালয়ের গাড়িও আটকে দেয় শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে বাংলামোটর এলাকায় নৌ মন্ত্রণালয়ের একটি গাড়ি আটকে গাড়ির লাইসেন্স আছে কি না তা জিজ্ঞাসা করে শিক্ষার্থীরা। লাইসেন্স আছে জানালে তারা গাড়িটি ছেড়ে দেয়।