নিরাপদ সড়কের দাবিতে শুক্রবারও রাজপথে নামে শিক্ষার্থীরা
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (৩ আগষ্ট ২০১৮) : নিরাপদ সড়কের দাবিতে টানা পাঁচ দিনের মতো রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। ৩ আগষ্ট শুক্রবারও সকাল থেকে তারা রাস্তায় নেমে পরিবহনের শৃঙ্খলা ও চলাচলে সহযোগিতা করে। একই সঙ্গে তাদের ১০ দফা দাবী বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানায়।
বেলা ১১টার দিকে রাজধানীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। নিরাপদ সড়ক দাবিতে এই কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন।
অপরদিকে সকালে ঢাকায় মিরপুরে সনি সিনেমা হলের সামনে প্লাকার্ড হতে নিরাপদ সড়কের দাবিতে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থীরা অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীদের যানবাহন চলাচল সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে দেখা যায়। অবাধ্য ট্রাফিক-ব্যবস্থাকে বশে আনতে আজকেও লাইন ধরে যান চলাচল করতে মাইকিং করে শিক্ষার্থীরা।
গত রোববার ঢাকার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। আজ নিয়ে টানা পাঁচ দিন ধরে রাজধানীসহ ঢাকার বাইরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ করছে তারা।