নৌ-মন্ত্রীর পদত্যাগই সমাধান

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (৪ আগষ্ট ২০১৮) : নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগের দাবী জোড়ালো হচ্ছে। নিরাপদ সড়কের দাবির সঙ্গে যোগ হয়েছে দুই শিক্ষার্থী নিহতের ঘটনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে করার দাবি। ৯ দফা দাবির মধ্যে এগুলো সামনে এনেছে শিক্ষার্থীরা।

৪ আগস্ট শনিবার শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীদের ৯ দফা দ্রুত মেনে নিতে সরকারের প্রতি আহবান জানানো হয়। এর মধ্যে গুরুত্ব পাচ্ছিল এসব দাবি। ৫ আগষ্ট রোববার একইসঙ্গে বেলা ১১টায় ফের অবস্থান নিয়ে সড়ক অবরোধ না করে লাইসেন্স তল্লাশি করার ঘোষণা দেওয়া হয়।

আন্দোলনকারীরা জানান, তারা কোন ধরনের আশ্বাসে বিশ্বাসী নয়। নয় দফার বাস্তবায়ন চান। তার মধ্যে নৌ-পরিবহন মন্ত্রীর পদত্যাগই অন্যতম। তারা আরও জানান, তাদের ওপর হামলা করা হচ্ছে। রাজধানীর মিরপুর, ঝিগাতলা, ফেনীসহ অনেক স্থানে হামলা হয়েছে। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহি করতে হবে। বারবার এ ধরনের হামলা চলতে থাকলে শিক্ষার্থীরা তাদেরও পদত্যাগ দাবি করতে বাধ্য হবেন বলে জানান।

এর আগে সকাল সাড়ে দশটার দিকে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেয়। অন্যদিনের মতো এদিন তারা ট্রাফিক পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়ে রিকশা, অটোরিকশার জন্য আলাদা লেন তৈরি করে রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ