খালেদা জিয়ার জন্য নরসিংদী প্রস্তুত

Narsingdi ready for khaleda jia banner খালেদা জিয়া নরসিংদীরিপোর্টার, এবিসি নিউজ বিডি, নরসিংদীঃ  নির্দলীয় সরকারের দাবিতে জনমত গড়তে আট জেলায় খালেদা জিয়ার জনসভার কর্মসূচি শুরু হচ্ছে নরসিংদী সফরের মধ্য দিয়ে।

রোববার বিকালে নরসিংদী দোগরিয়ার বালুর (প্রস্তাবিত বাসাইল পৌর শিশু পার্ক) মাঠে ১৮ দলীয় জোটের জনসভায় বক্তব্য রাখবেন বিরোধী দলীয় নেতা।

বালুর মাঠে ইতোমধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে, খালেদা জিয়ার গাড়ি পৌঁছানোর জন্য মহাসড়ক থেকে মঞ্চ পর্যন্ত রাস্তায় বসানো হয়েছে ইট।

খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, বেলা সাড়ে ১২টার দিকে গুলশানের বাসা থেকে নরসিংদীর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে বিরোধী দলীয় নেতার।

জনসভা প্রস্তুতি কমিটির আহবায়ক আবদুল্লাহ আল নোমান এবিসি নিউজ বিডিকে জানান, জনসভার সব প্রস্তুতি শেষ।

“আমরা আশা করছি, এই জনসভা জনসমুদ্রে রূপ নেবে।”

বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি জানান, জনসভার পুরো কার্যক্রম ইন্টারনেটের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। দুপুর ২টা থেকে জনসভার কার্যক্রম www.bnplive.com এ দেখা যাবে।

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে জনসমর্থন বাড়াতে খালেদা জিয়া নরসিংদী থেকেই শুরু করছেন তার কর্মসূচি।

এর অংশ হিসেবে আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর রংপুর ও রাজশাহীতে জনসভা করবেন তিনি। পরের জনসভা দুটি হবে ২২ ও ২৯ সেপ্টেম্বর যথাক্রমে খুলনা ও  বরিশালে এবং সবশেষে ৫ অক্টোবর হবে সিলেটে।

একই রকম জনসভার পরিকল্পনা রয়েছে চট্টগ্রামেও। আর সর্বশেষ জনসভাটি হবে ঢাকায়। তবে দুই জনসভার দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও।

জনমত গঠনে এসব জনসভা হচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে বলা হলেও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, এটি বিরোধী দলীয় নেতার প্রাক-নির্বাচনী প্রস্তুতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইতিমধ্যে নির্বাচন সামনে রেখে বিভিন্ন জনসভায় দলীয় প্রতীক ‘নৌকা’র পক্ষে ভোট চাইছেন।

সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারি বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে। তার আগের ৯০ দিনের মধ্যে দশম সংসদ নির্বাচন হতে হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ