ড. কামাল সরকার ফেলার ষড়যন্ত্র করেছিলেন: আইনমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
কসবা, ব্রাহ্মণবাড়িয়ার (১০ আগষ্ট ২০১৮) : শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন ঘিরে মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের সঙ্গে ষড়যন্ত্র করে সরকার ফেলে দিতে চেয়েছিলেন গণফোরম সভাপতি ড. কামাল হোসেন।
১০ আগষ্ট শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চারগাছ এনআই ভূঁঞা ডিগ্রি কলেজ মাঠে ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত শোকসভায় আইনমন্ত্রী আনিসুল হক এমন অভিযোগ করেন।
তিনি বলেন, ড. কামাল মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ষড়যন্ত্র করে সরকার ফেলে দিতে চেয়েছিলেন। যুক্তরাষ্ট্র কখনো আমাদের বন্ধু ছিল না। ১৯৭১ সালে পাকিস্তানিদের পক্ষ হয়ে আমাদের চরম বিরোধিতা করেছিল। এখনো তারা পাকিস্তানের দোসর বিএনপি-জামায়াতের পক্ষ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
আইনমন্ত্রী বলেন, সম্প্রতি দুই সহপাঠীকে বাসচালক খুন করায় শিক্ষার্থীরা আন্দোলন করেছে। তারা সড়ক পরিবহন আইনের দাবি তুলেছে। তাদের যৌক্তিক আন্দোলনকে আমরা সমর্থন দিয়েছি এবং তাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রিসভায় পরিবহন আইন পাস করেছি। কিন্তু বিএনপি-জামায়াত ও তাদের দোসররা ওই আন্দোলনকে উত্তাপ দিয়ে সরকার পতনের অপচেষ্টা করেছিল।