অভিযোগ গঠন হল চার ব্লগারের বিরুদ্ধে

four blogger চার ব্লগাররিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ব্লগে আপত্তিকর লেখালেখির অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের দুই মামলায় চার ব্লগারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

মহানগর দায়রা জজ মো. জহুরুল হক রোববার শুনানি শেষে ব্লগার মশিউর রহমান বিপ্লব, সুব্রত অধিকারী শুভ, রাসেল পারভেজ ও আসিফ মহিউদ্দীনের বিচার শুরুর আদেশ দেন।

এ দুই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৬ নভেম্বর দিন রেখেছেন তিনি।

তথ্যপ্রযুক্তি আইন সংশোধনের পর এই প্রথম কোনো মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো। সংশোধিত আইনে অপরাধ প্রমাণিত হলে আসামিদের সাত থেকে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

হেফাজত ইসলাম নামের একটি সংগঠনের দাবির প্রেক্ষাপটে গত ১ এপ্রিল রাতে রাজধানীর বিভিন্ন স্থান শুভ, বিপ্লব ও পারভেজকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর দুই দিনের মাথায় ৩ এপ্রিল সকালে গ্রেপ্তার করা হয় আসিফকে।

এরপর গত ১৭ এপ্রিল তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে দুটি মামলা করে পুলিশ। এর মধ্যে এক মামলায় শুভ, পারভেজ ও বিপ্লব এবং অন্য মামলায় আসিফকে আসামি করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ এর ২ ধারা অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উস্কানি দেয়ার অভিযোগ আনা হয় চার জনের বিরুদ্ধে। চারজনকেই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ।

চারজনের মধ্যে রাসেল ও শুভ ১২ মে এবং বিপ্লব ২ জুন জামিন পান। আর প্রায় তিন মাস কারাগারে কাটানোর পর গত ২৭ জুন জামিন পান আসিফ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ