সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে গোলাম সারওয়ার

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (১৩ আগস্ট ২০১৮) :  সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত সাংবাদিক, দৈনিক সমকাল সম্পাদক মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। সমকাল-এর নির্বাহী সম্পাদক মুস্তাফিজ এবিসিনিউজবিডিকে গোলাম সারওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন গোলাম সারওয়ার। তিনি হৃদরোগের পাশাপাশি নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।

উন্নত চিকিৎসার জন্য ৩ আগস্ট মধ্যরাতে গোলাম সারওয়ারকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরদিন সকালে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল। নিউমোনিয়া সংক্রমণ হ্রাসের পাশাপাশি ফুসফুসে জমে থাকা পানিও কমে গিয়েছিল। হার্টও স্বাভাবিকভাবে কাজ করছিল। কিন্তু গতকাল রোববার হঠাৎ করে তার রক্তচাপ কমে যায়। কিডনিও স্বাভাবিকভাবে কাজ করছিল না। সোমবার তিনি মারা যান।

এর আগে গত ২৯স জুলাই মধ্যরাতে দেশবরেণ্য সাংবাদিক, সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।

এদিকে, ‘সমকাল’ সম্পাদককে দেখতে ১৩ আগস্ট সোমবার দুপুরে হাসপাতালে যান সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান। দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাঁর সঙ্গে ছিলেন।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ