বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৮ ছাত্রের জামিন পুনরায় নাকচ
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (১৩ আগস্ট ২০১৮) : ভাঙচুর ও পুলিশেরহ ওপর হামলার মামলায় গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আট ছাত্রের জামিন আবেদন পুনরায় নাকচ করা হয়েছে। ১৩ আগস্ট সোমবার ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই এই আদেশ দেন।
আট ছাত্র হলেন, বাড্ডা থানায় করা মামলায় গ্রেপ্তার জাহিদুল হক, রাশেদুল ইসলাম, মুসফিকুর রহমান, হাসান ও নুর মোহাম্মদ। ভাটারা থানার মামলায় গ্রেপ্তার শিহাব শাহরিয়ার, সাবের আহম্মেদ ও সাখাওয়াত হোসেন।
শিহাব শাহরিয়ারের আইনজীবী মতিউর রহমান এবিসিনিউজবিডিকে বলেন, পুলিশের ওপর হামলা কিংবা ভাঙচুরের সঙ্গে তার মক্কেল জড়িত না। আদালতকে তিনি বলেছেন, কারাগারে থাকায় শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই আইনজীবী জানান, ঈদের আগে একই আদালতে আবারও তিনি জামিেেনর জন্য আবেদন করবেন।
এর আগে গতকাল রোববার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রের জামিন নাকচ করেছেন সিএমএম আদালত। ওই চার ছাত্র হলেন, ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের রেদোয়ান আহমেদ ও তারিকুল ইসলাম এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাসাদ মর্তুজা বিন আহাদ ও আজিজুল করিম।
রোববার অন্তত ১০ ছাত্রের আইনজীবী জানান, জামিনের জন্য তাঁরা আবার আদালতে আবেদন করবেন। শুনানিও করবেন।
৭ আগস্ট বাড্ডা ও ভাটারা থানার মামলায় গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ ছাত্রের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ৯ আগস্ট আদালতে তাঁদের হাজির করে পুলিশ। তাঁদের মধ্যে ১৮ জন ছাত্রের জামিন চাওয়া হলে তা নাকোচ হয়। গত রোববার অপর চার ছাত্রেরও জামিন নাকোচ হয়েছে। জামিন আবেদন নাকচ করে সেদিন তাঁদের কারাগারে পাঠানো হয়।