চট্টগ্রামে পুলিশের ওপর হামকারীদের পরিচয় মিলেছে
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
চট্টগ্রাম (১৩ আগস্ট ২০১৮) : ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সারা দেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ যখন ট্রাফিক সপ্তাহ পালন করছে, তখন চট্টগ্রামে উল্টোপথে আসা মোটরসাইকেল আটকানোর দায়ে পুলিশের ওপর হামলাকারীদের পরিচয় মিলেছে। তারা সবাই ছাত্রলীগ নেতাকর্মী।
হামলার সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের ধাওয়া দেয়ার ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে। এ ঘটনায় নড়েচড়ে বসেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ঘটনার পর এক সার্জেন্ট মামলা দায়ের করেছেন ছয় ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে।
কোতয়ালী থানা সূত্র জানায়, দায়িত্বরত সার্জেন্ট ও পুলিশ সদস্যকে লাঞ্ছিতের অভিযোগে ছয় ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে ১৩ আগস্ট সোমবার দুপুরে মামলা দায়ের করেন ট্রাফিক সার্জেন্ট মাজহারুল আলম সোহাগ। গত ১২ আগস্ট রোববার দুপুরে নগরের নিউমার্কেট মোড়ে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- ছাত্রলীগ নেতা শিবু ভট্টাচার্য্য, মো. মেহেরাজ, জয়, এনামুল হক, ফয়সাল ও আদর। এদের মধ্যে মেহেরাজ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাকিরা সবাই সরকারি সিটি কলেজ ও ইসলামিয়া কলেজ ছাত্রলীগের নেতা।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন এবিসিনিউজবিডিকে বলেন, ‘সড়কে দায়িত্ব পালনকালে এক সার্জেন্টের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলায় পুলিশের কাজে বাধাদানসহ দণ্ডবিধির ১৪৩, ১৮৬, ৩৩২, ৩৫৩, ৩০৭, ৫০৬ ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
মামলার সূত্রে জানা যায়, ১২ আগস্ট রোববার বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মেহেরাজ ও তার কয়েকজন বন্ধু উল্টোপথে মোটরসাইকেল চালিয়ে নগরের কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকায় আসেন। এসময় তার মাথায় হেলমেটও ছিল না। ঘটনার সময় নিউমার্কেট মোড়ে দায়িত্বরত সার্জেন্ট মাজহারুল আলম সোহাগ মেহেরাজের বিরুদ্ধে মামলা দেন।