পেঁয়াজে আগুন, খুচরা বিক্রেতাদের দুষছে মন্ত্রণালয়
মনির হোসেন, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (১৫ আগস্ট ২০১৮) : কোরবানির ঈদকে সামনে রেখে হঠাৎ পেঁয়াজের দাম এক লাফে কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। আর এর জন্য খুচরা ব্যবসায়ীদের দুষছে বাণিজ্য মন্ত্রণালয়।রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চেয়ে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ভারতে হঠাৎ বন্যার কারণে বাংলাদেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। ঈদের পরপরই এ দাম কমে যাবে।
রাজধানীর পেঁয়াজের সবচেয়ে বড় বাজার শ্যামপুরে ঠিক ওই দিনই অভিযানে নামে বাণিজ্য মন্ত্রণালয়। সেই টিমের প্রধান হিসেবে অংশ নেন রফতানি উন্নয়ন ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমেদ।
এবিসিনিউজবিডিকে তিনি জানান, বিদেশ থেকে প্রতি কেজি পেঁয়াজ আমদানির পর ঢাকার বাজার পর্যন্ত আনতে খরচ হয় ২৬ থেকে ২৭ টাকা। কারণ বিদেশ থেকে আনা পেঁয়াজের প্রকৃত দামের সাথে যোগ হয় যানবাহন খরচ, শুল্ক এবং ডলার লেনদেন সংক্রান্ত খরচ। আপনারা জানেন, এর সাথে অফিস খরচও আছে তাদের।
সরকারি এ কর্মকর্তার পর্যবেক্ষণ মতে, ২৭ থেকে ২৮ টাকায় কেনা পেঁয়াজ খুচরা ব্যবসায়ীদের কাছে প্রতি কেজির উপর মাত্র ৫০ পয়সা লাভ হিসেবে বিক্রি করে দেয়া হয়। এখন সেই পেঁয়াজ বাজারে ৪০ থেকে ৪৫ টাকা পর্যন্ত বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা। তাতে প্রতি কেজি বিদেশি পেঁয়াজের উপর ১০ থেকে ১৩ টাকা পর্যন্ত লাভ করছে এসব খুচরা ব্যবসায়ী।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং ও নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা যুগ্ম সচিব কামরুজ্জামান এবিসিনিউজবিডিকে বলেন, ‘পেঁয়াজের দাম বৃদ্ধির ঘটনায় আমরা প্রথমে পাইকারি বাজারে অভিযান শুরু করি। কিন্তু সেখানে দেখতে পাই- পাইকারি বাজারে আগের থেকে দাম সেভাবে বাড়েনি। আমরা তখন দেখতে পাই পেঁয়াজের দাম বেড়েছে খুচরা বাজারে। পাইকারি বাজারিদেরও একই অভিযোগ। তাদের অভিযোগের প্রেক্ষিতে আমরা খুচরা বাজারে অভিযানের সিদ্ধান্ত নিয়েছি।’