উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে হইচই কেন : প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (১৬ আগস্ট ২০১৮) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলেছেন, ‘কেউ যদি মনে করেন আমি বড় সাংবাদিক, লেখক, কবি, তাদের অপরাধ কোনো অপরাধ নয়। সেটা ভাবা ঠিক হবে না। আপনি অনেক জ্ঞানী হতে পারেন, কিন্তু সমাজের প্রতি আপনার কি কোন দায়িত্ব থাকবে না? আর দায়িত্ব বোধের পরিচয় যদি না দেন তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিলে কি অন্যায় হয়ে যাবে? উসকানি দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কেন হইচই শুরু হয়ে যাবে?’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বলেন।

বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট সাহারা খাতুন, সাম্যবাদী দলের প্রধান দিলীপ বড়ুয়া ও যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
এছাড়া আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে কিশোরদেও আন্দোলন শুরু হলো। দু’দিন দেখলাম। তারপর তৃতীয় শক্তি ঢুকে গেল। স্কুলের ব্যাগে, দা, চাইনিজ কুড়াল, পাথর। তাদের ব্যাগে তো বই থাকার কথা। যারা অন্যায় করেছে তাদের নিয়ে তো কেউ লিখলেন না। তাদের বিরুদ্ধে তো আপনাদের কালি ফুরিয়ে গেল?

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ষড়যন্ত্রে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সঙ্গে তার স্ত্রী খালেদা জিয়াও জড়িত ছিলেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ