গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার অনুরোধ অভিভাবকদের
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (১৭ আগস্ট ২০১৮) : কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থীদের অভিভাবক ও পরিবারের সদস্যরা জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার মানববন্ধন করেছেন। তাঁরা গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির অনুরোধ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের মা ঝিনাইদহের সালেহা বেগম। ছেলের মুক্তি চেয়ে তিনি বলেন, ‘আমার বাবা কোনো অপরাধ করেনি। আমার বাবাকে ছেড়ে দিন। বাবাকে ছাড়া আমি ঈদ করতে পারব না। বাবার সঙ্গে ঈদ করতে দিন। ঈদের আগে বাবাকে ছেড়ে দিন।’
কোটা আন্দোলনের আরেক নেতা তারিকুল ইসলামের বাবা শফিকুল ইসলাম বলেন, ‘ছেলে ছাত্রলীগের রাজনীতি করত। পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে পাঠিয়েছিলাম। আন্দোলন করে সে এখন কারাগারে। কার কাছে গেলে ছেলেকে ফিরে পাব?’
তারিকুলসহ কোটা আন্দোলনে গ্রেপ্তার হওয়া অন্যান্য শিক্ষার্থীর মুক্তি দাবি করেন শফিকুল ইসলাম। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের প্রতি রাজনৈতিক নেতা, মানবাধিকারকর্মী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন সংহতি জানান।
মানববন্ধনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘হাতে দড়ি বেঁধে ছাত্রদের নিয়ে যাওয়া হচ্ছে—এটা সভ্য সমাজের লক্ষণ না। মানুষকে কথা বলতে দিন।’